Advertisement
Advertisement

টিউশন পড়তে গিয়ে বন্ধুর সঙ্গে মারামারি, বোতলের আঘাতে ছাত্রের মৃত্যু

মর্মান্তিক!

Standard 10 students killed during brawl in coaching center
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2018 5:56 pm
  • Updated:June 29, 2018 5:56 pm  

সৌরভ মাজি, বর্ধমান: টিউশন পড়তে গিয়ে বন্ধুর সঙ্গে বোতল নিয়ে মারপিটের জেরে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রের৷ পরিবারের অভিযোগ তেমনই৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে৷ ওই কোচিং সেন্টারের শিক্ষিকা ও তিন পড়ুয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷

[লোকাল ট্রেনের ছাদে উঠে ঘোরাঘুরি যুবকের, চাঞ্চল্য ছড়াল চুঁচুড়া স্টেশনে]

Advertisement

পূর্ব বর্ধমান জামালপুরের পারুল গ্রামের কিশোর সায়ন ঘোষ৷ স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র সে৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় মহিন্দর গ্রামে টিউশন পড়তে গিয়েছিল সে৷ ওই কোচিং সেন্টারে শিক্ষিকা পারমিতা সামুইয়ের কাছে পড়ে জয়দীপ নামে এক ছাত্র ও দুই ছাত্রী৷ সায়ন ঘোষের পরিবারের লোকের দাবি, কিছুক্ষণ পর কোচিং সেন্টার থেকে ফোন করে জানানো হয়, সায়ন অসুস্থ হয়ে পড়েছে৷ খবর পেয়ে তড়িঘড়ি কোচিং সেন্টারের যান তাঁর বাবা বসন্ত ঘোষ৷ দেখেন, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে দশম শ্রেণির পড়ুয়াটি৷ তার বুকে বরফ ঘষছেন কয়েকজন৷ সায়নকে নিয়ে যাওযা হয় মেমারি গ্রামীণ হাসপাতালে৷ কিন্তু, বাঁচানো যায়নি৷ হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুরে৷

মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারে যখন শিক্ষিকা পারমিত সামুই পড়াচ্ছিলেন, তখন বোতল নিয়ে মারামারি করছিল সায়ন ও জয়দীপ৷ সায়নের বুকে বোতলের আঘাত লাগে৷ জ্ঞান হারায় সে৷ পরে হাসপাতালে মৃত্যু হয়৷ ঘটনায় জয়দীপ-সহ শিক্ষিকা ও বাকি দুই ছাত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন সায়ন ঘোষের পরিবারের লোকেরা৷

[দেওয়া হয়নি পার্কিং ফি, অভিযোগে ৫টি অ্যাম্বুল্যান্সে তালা ঝোলাল ঠিকাদার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement