শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: নয়ের দশকে শাহরুখ খান-জুহি চাউলা অভিনীত হিট ছবি ‘ডর’। সেই ছবিতে যা দেখানো হয়েছিল, বাস্তবে তেমনি ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। মানসিক বিকারগ্রস্ত যুবকের ভয়ে এক বছর ধরে কার্যত গৃহবন্দী এক তরুণী। পরিবারের লোকেদের দাবি, একবার পুলিশের হাতে ধরা পড়েছিল ওই যুবক। ছাড়া পাওয়ার পর আরও হিংস্র হয়ে ওঠেছে সে। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুদ্ধ আক্রান্ত তরুণীর পরিবারের লোকেরা।
[ ত্রিকোণ প্রেমে গুলিবিদ্ধ তরুণী, পুলিশের জালে প্রাক্তন প্রেমিক]
শিলিগুড়ি শহর লাগোয়া মধ্য চয়নপাড়া এলাকায় বাড়ি আক্রান্ত ওই তরুণীর। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি সেবক রোডে একটি বেসরকারি সংস্থার চাকরি পান তিনি। অফিসে কোনও সমস্যা নেই। কিন্তু, ওই যুবতীর জীবন দুর্বিষহ করে তুলেছে কুনাল সরকার নামে এক যুবক। সেবক রোডেই একটি দোকানে কাজ করে সে। পরিবারের লোকেদের অভিযোগ, কাজে যোগ দেওয়ার পরই ওই যুবতীর উপর নজর পড়ে কুণালের। শুরু হয় পিছু নেওয়া। ওই যুবতীর প্রতিবাদ করলে কুণালও আর হিংস্র হয়ে ওঠে বলে অভিযোগ।
পরিবারের লোকেদের দাবি, কুণালকে একবার হাতেনাতে ধরে ফেলেছিলেন ওই যুবতীর সহকর্মীরা। সেবার বেধড়ক মারধরের পর তাকে তুলে দেওয়া হয়েছিল পুলিশের হাতে। কিন্তু, ছাড় পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেছে কুনাল।স্কুটি ভেঙে দেওয়া, নির্জন রাতে বাড়িতে ঢিল ছোঁড়া, এমনকী, সে ওই যুবতীর শ্লীলতাহানি করারও চেষ্টা করেছে বলে অভিযোগ। ওই যুবতীর পরিবারের লোকেদের দাবি, তাদের বাড়ির বটেই, প্রতিবেশীদের বাড়ির দেওয়ালে নিজের প্রেমের কথা লিখে রেখেছে কুণাল। হুমকি দিচ্ছে, ওই যুবতীর যদি অন্য কোথাও বিয়ে হয়, তাহলে তাঁর পরিবারের সবাইকে খুন করবে, অ্যাসিড ছুঁড়বে ওই যুবতীর মুখে। আতঙ্কে এখন ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছেন ওই যুবতী। প্রায় এক বছর ধরে কার্যত গৃহবন্দি তিনি। পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ ওই যুবতীর পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, ওই যুবকের বিরুদ্ধে বহুবার থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির ডিএসপি গৌরব লাল।
[ সরকারি সাইনবোর্ডে ‘স্কুল’-এর বদলে লেখা ‘ইস্কুল’, সমালোচনায় সরব শিক্ষক মহল]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.