Advertisement
Advertisement

বিষমদ খেয়ে মৃত এক, রণক্ষেত্র তেহট্ট

মদের দোকানে ভাঙচুর, গ্রেপ্তার মালিক৷

Spurious hooch kills 1 in Tehatta, locals ransack outlet
Published by: Tanujit Das
  • Posted:October 9, 2018 3:21 pm
  • Updated:October 9, 2018 3:24 pm  

পলাশ পাত্র, তেহট্ট: বিষমদ খেয়ে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড তেহট্টের বেতাইয়ের কড়ুইগাছির সর্দারপাড়া এলাকায়৷ মৃত ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় মল্লিক৷ যদিও ভোটার কার্ডে ওই ব্যক্তির নাম রয়েছে মৃত্যুন মল্লিক৷ এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার একটি দোকানে চোলাই মদ বিক্রি হচ্ছে এবং সমগ্র ব্যবসাটাই চলছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে৷ এই মদ খেয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন তাঁদের স্বামীরা৷ সংসারে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে৷ একাধিকবার প্রশাসনের নজরে বিষয়টি আনলেও কোনও সুরাহা মেলেনি৷  মঙ্গলবার সকালে ওই বেআইনি মদের দোকানটি ভেঙে দিয়েছেন এলাকার মহিলারা৷ দোকানের মালিক অনন্ত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট তৃণমূলের, ষড়যন্ত্রের অভিযোগে সরব মমতা]

Advertisement

ঘটনার সূত্রপাত হয় রবিবার৷ মৃতের পরিবার জানায়,  দুপুরে ওই দোকান থেকেই চোলাই মদ খান মৃত্যুঞ্জয় মল্লিক৷ এরপর সন্ধ্যার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন  তিনি৷ রাতের  পরিস্থিতি আরও খারাপ হলে মৃত্যুঞ্জয়কে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়৷ সোমবার সকালে তাঁকে ভরতি করা হয় তেহট্ট হাসপাতালে৷ পরে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগরের শক্তিগড় জেলা হাসপাতালে৷  সোমবার বিকাল ৪টে বেজে ৫ মিনিট নাগাদ মৃত্যু হয় মৃত্যুঞ্জয় মল্লিকের৷ ওই হাসপাতালের চিকিৎসক  ব্রজেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছেন, মেলেঙ্গো এনসেফেলাইটিসে আক্রান্ত হয়েছিলেন মৃত্যুঞ্জয়বাবু৷ মাথায় সংক্রমণ হয়ে গিয়েছিল৷ বিষ মদ খেলে এই রোগ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক ব্রজেশ্বর মুখোপাধ্যায়৷

[পিকনিকে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, বাঁকুড়ায় চাঞ্চল্য]

নদিয়া তেহট্টের বেতাইয়ের কড়ুইগাছির সর্দারপাড়ার মহিলাদেরও দাবি,   দীর্ধদিন ধরেই এলাকার একটি দোকানে বিষাক্ত চোলাই মদ বিক্রি হচ্ছে৷  ওই দোকান থেকেই মদ কিনে খেয়েছিলেন মৃত্যুঞ্জয় মল্লিকও৷ স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অভিযোগ, আগে একাধিকবার ওই দোকানের মালিক অনন্ত দাসকে গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার সকালে৷ ওই বেআইনি চোলাই মদের দোকানটি ভেঙে দেন স্থানীয় মহিলারা৷পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী৷ গ্রেপ্তার করা হয় দোকানের মালিক অনন্ত দাসকে৷ তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ এলাকার পরিস্থিতি এখনও থমথমে রয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement