ফাইল ছবি
সুব্রত বিশ্বাস: বাড়বে উত্তরবঙ্গগামী ট্রেনের (Trains) গতি। সেই উদ্দেশ্যে চলছে সংস্কার। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ থেকে আজিমগঞ্জ শাখা দিয়ে যাতায়াতকারী উত্তরবঙ্গগামী ট্রেনের গতিবেগ বাড়বে। তবে লাইনের সংস্কারের জন্য চলতি মাসে আজিমগঞ্জ শাখার বেশকিছু ট্রেন বাতিল হচ্ছে। সময় পরিবর্তন হবে আরও কয়েকটি ট্রেনের।
রেলের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই আজিমগঞ্জ শাখা দিয়ে যাতায়াতকারী উত্তরবঙ্গগামী ট্রেনের গতি বাড়বে। ওই শাখার প্যাসেঞ্জার ট্রেনের গতিও বাড়বে একই কারণে। কাটোয়া থেকে গঙ্গাটিকুড়ি ও কর্ণসুবর্ণ থেকে চৌরিগাছার মধ্যে ডবল লাইন তৈরির কাজ শেষ। ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ শাখার নতুন এই ডবল লাইনের সঙ্গে প্ল্যাটফর্মের সংযোগ করার পদ্ধতিগত কাজ শুরু হচ্ছে আগামী ৫ মার্চ থেকে। চলবে ২০ মার্চ পর্যন্ত।
উল্লেখ্য, উত্তরবঙ্গগামী অধিকাংশ মেল এক্সপ্রেস এই লাইন দিয়ে যাতায়াত করে থাকে। যার মধ্যে রয়েছে কামরূপ এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস, গরীব রথ এক্সপ্রেস, মালদা ইন্টার সিটি এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, নবদ্বীপ–মালদা প্যাসেঞ্জার প্রভৃতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.