Advertisement
Advertisement
Dilip Ghosh

রাজ্য সভাপতি হিসেবে Dilip Ghosh-এর উত্তরসূরি কে? কী খবর পদ্মশিবির সূত্রে?

মুরলীধর সেন লেনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক নাম।

Speculation ripe over new BJP state President as Dilip Ghosh likely to leave post | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 6, 2021 10:20 pm
  • Updated:August 6, 2021 10:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই এ রাজ্যে বিজেপির প্রভাব বিস্তার করতে বড় ভূমিকা পালন করেছেন দিলীপ ঘোষ। একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন তিনি। চলতি বছর নভেম্বরেই শেষ হচ্ছে তাঁর এই পদের মেয়াদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষের জুতোয় কে পা গলাবেন? মুরলীধর সেন লেনের অন্দরে এই জল্পনার মধ্যেই উঠে এল একটি নাম।

পরবর্তী বিজেপি (BJP) রাজ্য সভাপতি হিসাবে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম উঠে আসে। এ নিয়ে দিনভর চলে জল্পনা। এদিন দুপুরে রটে যায়, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে সুকান্তবাবুর নাম প্রস্তাব করেছেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি দিলীপ ঘোষ। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিতও হয় সে খবর। বলা হয়, নাড্ডাই এ বিষয়ে দিলীপবাবুর মত জানতে চাওয়ায় বালুরঘাটের সাংসদের নাম প্রস্তাব করেন তিনি। যদিও এদিন বিকেলেই গোটা বিষয়টিকে সংবাদ মাধ্যমের মস্তিস্কপ্রসূত ‘গুজব’ বলে উড়িয়ে দেন দিলীপ ঘোষ।

Advertisement

[আরও পড়ুন: দলবদল নিয়ে জল্পনার মাঝেই Abhishek Banerjee’র অফিসে Rajib Banerjee]

তিনি বলেন, গত এক মাস নাড্ডার সঙ্গে তাঁর দেখা হয়নি। টেলিফোনেও কথা হয়নি। তাছাড়া বিজেপিতে এভাবে সভাপতি ঠিক করা হয় না। তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তিনি তাঁর উত্তরসূরি হিসেবে কারও নামই নেননি। ঠিক যেভাবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, আগামিদিনেও বিজেপির তরফে কোনও একটি নাম হয়তো ঘোষণা করা হবে। তাই যে খবর ছড়িয়ে পড়েছে, তা সংবাদ মাধ্যমের মস্তিস্কপ্রসূত বলেই সাফ জানিয়ে দেন দিলীপ ঘোষ।

কিন্তু প্রশ্ন হল, কবে দিলীপ ঘোষের (Dilip Ghosh) পরবর্তী হিসেবে কারও নাম ঘোষণা করবে গেরুয়া শিবির? বাংলার প্রধান বিরোধী দলে অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি মাসের ২২ তারিখই এ নিয়ে কোনও সিদ্ধান্তের কথা ঘোষিত হতে পারে। উল্লেখ্য, এর আগেই রাজ্য সভাপতি হিসেবে ভেসে উঠেছিল সংঘ ঘনিষ্ঠ দেবশ্রী চৌধুরীর নাম। শোনা গিয়েছে, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নামও। 

[আরও পড়ুন: দেশে Corona’র দাপটের জন্য ‘বিজ্ঞান’কেই কাঠগড়ায় তুললেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement