Advertisement
Advertisement

Breaking News

Women's Squad in Digha

নারী সুরক্ষায় জোর, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দিঘায় তৈরি মহিলা পুলিশের স্কোয়াড

বিশেষ এই স্কোয়াডের পাশাপাশি একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

Special Women's Squad made for Women safety in Digha | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 19, 2022 9:46 pm
  • Updated:April 19, 2022 9:46 pm  

রঞ্জন মহাপাত্র: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশমত সৈকত শহর দিঘার (Digha) মহিলা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ মহিলা স্কোয়াড (Women’s Squad) তৈরি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার কাঁথিতে জেলা পুলিশ সুপার অমরনাথ কে এই স্কোয়াডের শুভ উদ্বোধন করেন।

Women's Squad

Advertisement

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না, ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি প্রমুখ। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি হচ্ছে বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড। গত একমাস ধরে মহিলা কনস্টেবলদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই টিমের উপযোগী তৈরি করা হয়েছে । এর জন্য বরাদ্দ হয়েছে ১০ টি গাড়ি (বাইক)।

[আরও পড়ুন: সরকারি চাকরি পাওয়ার আশায় জঙ্গলমহলে বাড়ছে ‘ভুয়ো’ মাওবাদী, চিন্তায় পুলিশ-প্রশাসন]

সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। যাঁর মধ্যে প্রচুর মহিলা থাকেন। এই মহিলা পর্যটকদের নিরাপত্তার সুনিশ্চিত করতে পাঁচটি গাড়ি ও বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের একটি টিম থাকছে দিঘা শহরে। বাকি পাঁচটি থাকছে কাঁথি শহরে। একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। যা চালু থাকবে ২৪ ঘণ্টা। ওই নম্বরে মহিলাদের নিরাপত্তাজনিত যে কোনও অভিযোগ পেলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে এই বিশেষ টিম।

Women's Squad 1

অন্য একটি টিম থাকবে কাঁথি পৌরসভা এলাকার জন্য। জেলা পুলিশ সুপার জানান, খুব শীঘ্রই শিল্প শহর হলদিয়া ও জেলা সদর তমলুকের জন্য তৈরি করা হবে এমনই মহিলা পুলিশের স্কোয়াড। উল্লেখ্য, নারী নির্যাতন রুখতে তৎপর বারাকপুর পুলিশ কমিশনারেটও। কলকাতা পুলিশের ধাঁচে ইতিমধ্যেই সেই এলাকার জন্য তৈরি হয়েছে বিশেষ মহিলা পুলিশ বাহিনী উইনার্স টিম। নববর্ষে দক্ষিণেশ্বর মন্দির থেকে উইনার্সের যাত্রা শুরু হয়। টিমের সদস্যসংখ্যা ২১। 

[আরও পড়ুন: রাস্তা আটকে স্কুলছাত্রীকে উত্যক্ত ‘রোড সাইড রোমিও’র, মা-মেয়ে প্রতিবাদ করায় মার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement