স্টাফ রিপোর্টার: দূরপাল্লার ট্রেনে একা কোনও মহিলা যাত্রী থাকলে তাঁর জন্য এবার থেকে কোচে আলাদা জায়গার ব্যবস্থা করবে ভারতীয় রেল (Indian Railways)। গতকাল অর্থাৎ শনিবার হাওড়া স্টেশনে যাত্রী পরিষেবার একাধিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দর্শনা জারদোশ (Darshana Jardosh) এই পরিকল্পনার কথা জানান।
এদিন হাওড়া স্টেশনে মহিলা আরপিএফ বাহিনির ‘মেরি সহেলি’র সদস্যদের সঙ্গে কথা বলেন দর্শনা জারদোশ। এককভাবে যে সকল মহিলা দূরপাল্লার ট্রেনে যাত্রা করেন, তাঁদের সমস্যার কথা তাঁকে জানান মহিলা বাহিনীর সদস্যরা। পুরুষ যাত্রীদের রুচিবিরুদ্ধ আচরণে বিরক্ত হয়ে মহিলারা অনেক সময় ‘মেরি সহেলি’র নম্বরে ফোন করে নানা অভিযোগ করেন। বাহিনীর নেতৃত্বে থাকা এসআই রশ্মিরেখা সাহু সেই সমস্ত সমস্যার কথা মন্ত্রীকে জানান।
তাঁর বক্তব্য শুনে রেল রাষ্ট্রমন্ত্রী বলেন, “এককভাবে ট্রেনে যাত্রা করা মহিলাদের সকলকে কোচের নির্দিষ্ট একটা জায়গায় যাতে সিট দেওয়া হয়, সেই ব্যবস্থা এবার দূরপাল্লার করা হবে রেলে। আর সংরক্ষিত ব্যবস্থার সিস্টেমে তা কার্যকর করা হবে।”
এদিন হাওড়া স্টেশনে (Howrah Railway Station) প্রথম যেখান থেকে ট্রেন চলেছিল সেই স্থান ঘুরে দেখেন মন্ত্রী। বড় ঘড়ি দেখে আপ্লুত হন তিনি। লোকাল ট্রেনেও চড়েন রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন জিএম অর্চনা যোশী ও এজিএম জয়দীপ গুপ্তা, ডিআরএম এসপি সিনহা, মণীশ জৈনের মতো ব্যক্তিত্বরা।
নতুন ভারতের নতুন রেল 🚝
Undertook an inspection visit of Howrah Junction of Eastern Railway in West Bengal.
Reviewed the station operations, public services and cleanliness for the comfort & convenience of our passengers. pic.twitter.com/W3VYu8Nmut
— Darshana Jardosh (@DarshanaJardosh) November 12, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.