Advertisement
Advertisement
Alipore Meteorological Office

দক্ষিণ পুড়বে গরমে, উত্তরে বৃষ্টি, তুষারপাত! বঙ্গে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা

এদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বাড়বে তাপমাত্রা।

South will burn in heat, rain in the north says Alipore Meteorological Office
Published by: Subhankar Patra
  • Posted:March 1, 2025 10:22 am
  • Updated:March 1, 2025 10:29 am  

নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গ গরমে পুড়বে! আগেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে উত্তরবঙ্গে চলছে তুষারপাত ও বৃষ্টিপাত। সিকিমে তুষারপাতের প্রভাব পড়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাাকায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বাড়বে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। আগামীকাল ২ মার্চ সেটি প্রবেশ করবে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি দিয়ে যাবে। যার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাতের পূর্বাভাস রয়েছে। রবিবার শুধুমাত্র দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস।

Advertisement

এদিকে, দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। সপ্তাহান্তে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস। মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৬ শতাংশে থাকবে।

অন্যদিকে, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের অরুনাচল প্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরলে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub