রাজা দাস, বালুরঘাট: ফের ইফতার পার্টির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৯০ জন৷ পরিস্থিতি গুরুতর থাকায় ৩৫ জনকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দাউদপুরের পর এবার গোবিন্দপুর ও দৌহুয়াকুড়িতে অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য গ্রামবাসী৷ গত তিন দিনের ব্যবধানে একই জেলা থেকে অন্তত ১২০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
জানা গিয়েছে, গোবিন্দপুর ও দৌহুয়াকুড়িতে ইফতার পার্টির আয়োজন করা হয়৷ অভিযোগ, অনুষ্ঠান পরিবেশন করা খাবারের মধ্যে বিষক্রিয়া হওয়ায় অন্তত ৯০ জন অসুস্থ পড়েন৷ পরে দুই গ্রামের মোট ৩৫ জনকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ বাকিদের চিকিৎসা গ্রামেই চলছে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। ঘটনাস্থলে গিয়েছেন বংশীহারির বিডিও শুভজিৎ দাস। পুরো বিষয়ের উপর নজর রাখছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর৷
এদিকে স্বাস্থ্য কর্মীরা গ্রামেই অসুস্থদের ওষুধপত্র দিচ্ছেন৷ জ্বর, বমি ও পেটের নানান উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে ভরতি রয়েছেন বলে জানা গিয়েছে৷ বাড়িতে যাঁদের চিকিৎসা চলছে, তাঁদের উপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্যকর্মীরা৷ অন্যদিকে, বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দাউদপুরেও বিগত চারদিন ধরে পেটের নানান সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা৷ এরাও ইফতারের খাওয়ার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল৷
বংশীহারি ব্লকের বিডিও শুভজিৎ দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁরা। আক্রান্ত গ্রামগুলির উপর বিশেষ নজর রাখার নির্দেশ দেন বিডিও৷ গ্রামে রয়েছে মেডিক্যাল টিম৷ ইফতারের খাওয়ার খেয়েই অসুস্থ হয়েছে বলে প্রাথমিক অনুমান তাদের৷ জেলা স্বাস্থ্য দপ্তর এমনটাই জানিয়েছে বলে জানান বিডিও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.