Advertisement
Advertisement
প্রাক-বর্ষার বৃষ্টি

সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে শুরু প্রাকবর্ষার বৃষ্টি

শহরে তাপমাত্রার পারদ নামল অনেকটাই।

South Bengal witnesses pre-monsoon rainfall on Wednesday
Published by: Sandipta Bhanja
  • Posted:June 5, 2019 9:00 am
  • Updated:June 5, 2019 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  খুশির ইদের দিন সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজল কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাক-বর্ষার বৃষ্টির আভাস মিলেছিল অনেক আগেই। তবে, আভাস মেলাই সই। দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে বুধবার দু’-এক পশলা বৃষ্টিতে ভিজল শহর। যার জেরে তাপমাত্রার পারদও নেমেছে বেশ কিছুটা।

[আরও পড়ুন: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, কয়েকঘণ্টার মধ্যেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ]

Advertisement

বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হালকা বৃষ্টি হলেও রয়ে গিয়েছে গুমোট ভাব। কারণ, এক্ষেত্রে দোসর হিসেবে কাজ করেছে বাতাসের আর্দ্রতা। তবে, এহেন স্বল্প বৃষ্টিতেও স্বস্তি পেল শহরবাসী। কিছুটা হলেও রেহাই মিলেছে দাবদাহ গরমের হাত থেকে। দিনভর কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি রাজ্যের আরও ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গে যথারীতি মৌসুমী বায়ুর প্রবেশ ঘটবে উত্তরবঙ্গ দিয়ে। অতএব, বুধবারের এই প্রাকবর্ষার বৃষ্টি দিয়েই যে রাজ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে, সেই খবরও মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে।

[আরও পড়ুন: ঝুমুরের সুরে বাল্যবিবাহ বন্ধের ডাক, উদয়াস্ত প্রচারে পুরুলিয়ার লোকশিল্পী]

অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকেই গুমোট আবহাওয়া কলকাতা ও শহরতলিতে। রোদের তেজ তেমন না থাকলেও আকাশ মেঘলা হওয়ার কারণে অস্বস্তি ক্রমশ বাড়ছিল। বেলা যত গড়িয়েছে, গুমোট ভাবও তত বেড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছিল, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে মঙ্গল ও বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে দু’টি ঘূর্ণাবর্ত ও একটি নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই আর কয়েক ঘণ্টা পর থেকে বৃষ্টি হতে পারে। তবে, মঙ্গলবার বৃষ্টির মুখ না দেখা গেলেও বুধবার অবশেষে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হল। পাশাপাশি মঙ্গলবার থেকেই ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। এছাড়াও, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই কেরলে মৌসুমী বায়ু ঢুকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement