ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে আকাশের মুখভার। রোদের দেখা নেই। এদিকে কনকনে ভাব না থাকলেও, সপ্তাহন্তে ঠান্ডার আমেজে উপভোগ করছেন কলকাতাবাসী। আগামী সপ্তাহের গোড়ার দিকেও এই আমেজ থাকবে থাকবে বলে খবর। তবে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বাড়ি থেকে বেরনোর আগে ব্যাগে ছাতা রাখার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। হতে পারে বৃষ্টিও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ফের ফিরবে শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত সেই শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
গোটা শীতকাল জুড়েই একের পর এক পশ্চিম ঝঞ্ঝার সাক্ষি থেকেছে পশ্চিমবঙ্গ। কখনও মেঘলা আকাশ, কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে কনকনে ঠান্ডা। এবার শীতে রাজ্যবাসীকে সোয়েটারের পাশাপাশি ব্যাগে ছাতাও রাখতে হয়েছিল। তবে এই পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে পার্টনারশিপের দৌলতেই শীত রাজ্যে লম্বা ইনিংস খেলেছে। এবারও ফের পশ্চিমি ঝঞ্ঝার জেরেই রাজ্যে ফের বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। সঙ্গে ফিরতে চলেছে শীতও। কনকনে ভাব না থাকলেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এই আমেজ থাকবে বলে খবর।
পশ্চিমের জেলাগুলি মূলত ঝাড়খণ্ড ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার বয়ে আনা শুষ্ক শীতল হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনো রয়েছে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শীত ও হালকা বৃষ্টির যুগলবন্দীতে রাজ্যবাসীর উইকএন্ড যে মজায় কাটবে, তা বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.