Advertisement
Advertisement
রাজ্যে বৃষ্টি

বছরের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, সিকিম-দার্জিলিংয়ে তুষারপাত

বৃষ্টিতে শীতকালীন সবজি নষ্ট হতে পারে।

South Bengal including Kolkata drenched in havoc rain on Friday
Published by: Sandipta Bhanja
  • Posted:January 3, 2020 9:00 am
  • Updated:January 3, 2020 9:05 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের মাঝেই ফের বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর মুখভার করা আকাশ। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার পারদও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার এবং শনিবার দু’দিনই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দু’দিন তাপমাত্রার পারদ ছুতে পারে সর্বোচ্চ ২৫ ডিগ্রি। বৃষ্টি বেশি হলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার জন্য জলীয় বাষ্প বঙ্গোপসাগর হয়ে রাজ্যে ঢুকছে। যে কারণেই এই অকালীন বৃষ্টি। বৃহস্পতিবার রাতেই হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অন্যত্রও শুক্রবার হালকা ও মাঝারি বৃষ্টি হবে। তবে কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের কথাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। 

Advertisement

[আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া এটিএম কার্ডে টাকা তুলে গ্রেপ্তার স্ত্রী, অপমানে আত্মঘাতী স্বামী ]

শীতবিলাসীরা ভাবছেন তো যে, একে বিলম্বিত শীত, তার উপর আবার এত কম দিন থাকল! চিন্তা করবেন না! শনিবার বিকেলে বৃষ্টি থামার পর রবিবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলায় সোমবার থেকে ফের জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা রয়েছে। শীতকালীন বৃষ্টিতে শুক্রবার থেকেই ভিজবে উত্তরের জেলাগুলিও। আগামী ৪৮ ঘণ্টায় সিকিম এবং দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। অর্থাৎ পর্যটকরা ভরপুর তুষারপাতের আমেজ নিতে পারবেন। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টিও।

অন্যদিকে বাঁকুড়া-পুরুলিয়া, বর্ধমানের কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্যের কৃষকরা। কারণ এই বৃষ্টিতে যাবতীয় শীতকালীন সবজি নষ্ট হতে পারে। মূলত মরসুমি ফুল এবং নতুন আলু চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। যার ফলে ফের হু-হু করে বাড়তে পারে আলুর বাজার মূল্য।

[আরও পড়ুন: শীতের কামড় থেকে বাঁচতে বদ্ধ ঘরে উনুন জ্বালিয়ে ঘুম, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত ১]

অসময়ে এই মেঘ-বৃষ্টির আগমনে শীত অনেকটাই উধাও হবে এই দু’দিন। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রিরও বেশি। তাই দুপুরের দিকে গা থেকে সোয়েটার খুলতে হয়েছে অনেককেই। বর্ষবরণের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি। আর বৃহস্পতিবার রাতে তা বেড়ে হয়েছে ১৫.৩ ডিগ্রি। বৃষ্টি থামলেই ফের হু-হু করে কমবে তাপমাত্রা। আগামী দু’দিন কলকাতার নিত‌্যযাত্রীদের ব‌্যাগে ছাতা বা বর্ষাতি রাখা অতি আবশ্যক বলেই মনে করছেন হাওয়া অফিস কর্তারা।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement