Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুলে যাওয়ার পথে রেললাইনে পড়ে মৃত্যু শিক্ষিকার

ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া স্কুলে।

South 24 Parganas: woman fall on railway track in Kakdip station, dies
Published by: Shammi Ara Huda
  • Posted:August 16, 2018 7:58 pm
  • Updated:August 16, 2018 7:58 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেন ধরার তাড়ায় রেললাইনে মুখ থুবড়ে পড়ে মৃত্যু হল শিক্ষিকার। মৃতের নাম অঙ্কিতা মল্লিক (২৬)। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ স্টেশন।

[দার্জিলিংয়ে ২ লক্ষ টাকা মূল্যের সোনা-সহ গ্রেপ্তার ৩]

জানা গিয়েছে, কাকদ্বীপ থানায় পুকুরবেড়িয়া এলাকায় ভাড়া নিয়ে থাকতেন ওই শিক্ষিকা। বাড়ি  দমদমে। তিনি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার লক্ষীনারায়ণপুর বিএমএইচ উচ্চ মাধ্যমিক হাই স্কুলে ভূগোল পড়াতেন। দমদম থেকে নিত্য যাতায়াতে সমস্যা থাকায় পুকুরবেড়িয়াতে ভাড়া বাড়িতে থেকেই কর্মক্ষেত্রে যেতেন অঙ্কিতাদেবী। এদিন ট্রেন ধরে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন ওই শিক্ষিকা। রেললাইন পেরিয়ে যাওয়ার সময় দেখেন আপ নামখানা লোকাল আসছে। দ্রুততার সঙ্গে হাঁটতে গিয়ে রেললাইনেই পড়ে যান। ততক্ষণে ঘাড়ের কাছে ট্রেন। আঘাত সামলে উঠে হাঁটার চেষ্টা করলে ফের মুখ থুবরে পড়ে যান। এরপর আর ওঠেননি ওই শিক্ষিকা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বারবার পাথরে মুখ থুবড়ে পড়াতেই অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে ওই শিক্ষিকার।

Advertisement

[পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার কোচবিহারের নিখোঁজ তরুণী]

জিআরপি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে শিক্ষিকার মৃত্যুর খবর পৌঁছাতেই স্কুলে শোকের ছায়া নেমে আসে। গোটা ঘটনায় নির্বাক মৃত শিক্ষিকার সহকর্মীরা। পতাকা উত্তোলনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। পুলিশের তরফে মৃত শিক্ষিকার দমদমের বাড়িতে পৌঁছেছে দুর্ঘটনার খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement