Advertisement
Advertisement
South 24 Parganas

অটো-ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, বারুইপুরের দুর্ঘটনায় আহত অটোচালক

আহত অটোচালক আমিন শেখ কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন।

South 24 Parganas: Auto and Matador crashed in Barupiur, 2 died

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:April 18, 2024 7:37 pm
  • Updated:April 18, 2024 7:37 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বৃহস্পতিবার সকালে বারুইপুরে (Baruipur) অটো ও ম্যাটাডোরের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই। নিহতদের নাম তাইজুল শেখ (৪৭) ও রিয়াজুল শেখ (৫১)। নিহত দুজনের বাড়ি বারুইপুরের বামনগাছির কাশীপুর এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তার নাম আমিন শেখ। তিনি অটোচালক বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের একটি অটোতে চেপে এই দুই ব্যক্তি শাসনের দিক থেকে বারুইপুরের দিকে আসছিলেন। আসার পথে বারুইপুর সাহাপাড়া মোড়ে গার্লস হাই স্কুলের সামনের মোড়ে উলটো দিক থেকে আসা একটি ম্যাটাডোরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটির। ঘটনায় গুরুতর আহত হন যাত্রী-সহ চালক।

Advertisement

[আরও পড়ুন: প্রেম করছেন দেবাংশু! বিয়ে কবে তমলুকের তৃণমূল প্রার্থীর?]

আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বারুইপুর (Baruipur Hospital) হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত আমিন শেখকে কলকাতার (Kolkata) চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে। মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপের চেষ্টা! রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement