Advertisement
Advertisement
South 24 Parganas

সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি! শিক্ষকের অপসারণের দাবিতে উত্তাল গঙ্গাসাগরের স্কুল

প্রতিবাদ জানিয়ে আক্রান্ত অভিভাবকরা।

South 24 Parganas: A minor girl allegedly physically harassed by teacher

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 2, 2024 5:00 pm
  • Updated:September 2, 2024 5:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর আবহে সপ্তম শ্রেণির নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বামনখালি এলাকায়। অভিযুক্ত শিক্ষকের অপসারনের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অভিভাবকরা।

দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বামনখালি এমপিপি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নির্যাতিতা নাবালিকা। অভিযোগ, গত শুক্রবার স্কুল চলাকালীন অভিযুক্ত শিক্ষক নাবালিকাকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে কুরুচিকর মন্তব্য করে। তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টা জানায়। এর পরই পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে বিষয়টি জানায়। অভিযোগ, নাবালিকা ঐ ছাত্রীর পরিবারের তরফে যাতে পুলিশের কাছে কোনওরকম অভিযোগ না করা হয় তার জন্য বারবার হুমকি দেয় অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: ‘বিবেক-শিক্ষা হারিয়েছিস! নির্লজ্জ কমেডি…’, বন্ধু কাঞ্চন মল্লিককে ‘ত্যাজ্য’ করলেন সুদীপ্তা]

এর পরই সোমবার অভিযুক্ত শিক্ষক ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি ও সকল ছাত্রীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবক এবং গ্রামবাসীরা। উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গাসাগরের বামনখালি এমপিপি উচ্চ বিদ্যালয় চত্বর। বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।  

[আরও পড়ুন: ‘আসনা’র প্রভাবে ব্যাপক বৃষ্টি অন্ধ্র-তেলেঙ্গানায়, মৃত অন্তত ২৪, বাতিল শতাধিক ট্রেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement