Advertisement
Advertisement

Breaking News

নিজের বাড়িতেই শিশুর রহস্যমৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা

শোকে পাথর গোটা পরিবার৷

South 24 Pargana: Suspicious death of a child inside his room

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:September 22, 2018 3:54 pm
  • Updated:September 22, 2018 3:54 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় দানা বেঁধেছে রহস্য৷ বাড়িতে একা থাকা অবস্থায় কীভাবে মারা গেল বছর আটেকের এক শিশু, সেই কারণ নিয়ে ধন্দ তদন্তকারীদের৷ শ্বাসরোধ করে ওই শিশুটিকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান ডায়মন্ডহারবার থানার পুলিশের৷ কিন্তু কী কারণে খুন করা হল তাকে, সে বিষয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা৷

[বাসের ধাক্কায় মৃত কিশোর, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত সরিষা]

শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিল সরিষার বাসিন্দা বছর আটেকের শুভেন্দু মণ্ডল৷ বাবা কাজ করেন কাঠমিস্ত্রি৷ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তিনি নিজের কাজে ব্যস্ত ছিলেন৷ শুভেন্দুর দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন শিশুর মা৷ কাজ মিটিয়ে বাড়ি ফিরতে বেশ রাত হয় তাঁর৷ বাড়ি ফিরে ছেলেকে বারবার ডেকেও কোনও সাড়া পাওয়া যায়নি৷ প্রথমে ভেবেছিলেন, হয় তো নিজের মনে খেলায় ব্যস্ত দস্যি৷ তাই শুনতে পাচ্ছে না৷ আবারও তারস্বরে ডাকাডাকি শুরু করেন শিশুর মা ও দিদি৷ কিন্তু তাতেও সাড়া না মেলায় তাঁরা ভাবেন হয় তো বাড়িতে একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে সে৷ এভাবেই কেটে যায় বহুক্ষণ৷ ততক্ষণে জড়ো হয়ে যান পাড়া প্রতিবেশীরাও৷ ছেলের সাড়াশব্দ না পেয়ে বাধ্য হয়ে ঘরের দরজা ভাঙেন তাঁরা৷ দেখেন বিছানার উপর শুয়ে রয়েছে শিশুটি৷ ভাবেন হয় তো ঘুমিয়ে পড়েছে শুভেন্দু৷ কিন্তু ছেলের গায়ে হাত দিয়ে অবাক হয়ে যান শিশুর মা৷ অচৈতন্য অবস্থায় শিশুকে নিয়ে ছুটে যান ডায়মন্ডহারবার হাসপাতালে৷ চিকিৎসকরা জানান, মারা গিয়েছে শুভেন্দু৷

Advertisement

[ইসলামপুর কাণ্ডে মৃত ছাত্রদের দেহ নদীর চরে পুঁতে আন্দোলনে গ্রামবাসীরা]

খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ তার গলায় আঘাতের চিহ্ন মিলেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুকে৷ তবে কে, কেন এই কাণ্ড ঘটাল তা বুঝতে পারছেন না শুভেন্দুর বাবা-মা৷ শিশুর পরিজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement