Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha election

‘ভোটে জিতলে চোরেদের পঞ্চায়েতে কাউকে বসতে দেব না’, হুমকি দিয়ে বিতর্কে সৌমিত্র

ভোটপ্রচারে বেরিয়ে পুলিশকেও হুমকি বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর।

Soumitra Khan's controversial comments came out during the Lok Sabha election campaign

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:March 8, 2024 6:38 pm
  • Updated:March 8, 2024 6:38 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: লোকসভা ভোটে জিতলেই অ্যাকশনের হুমকি। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতগুলিতে কাউকে বসতে না দেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর। পুলিশকর্মীদেরও হুমকি দেন তিনি। তার জেরে বিতর্কে সৌমিত্র। তাঁর সমালোচনায় সরব তৃণমূল।

লোকসভা (Lok Sabha Election) ভোটের প্রচারে বেরিয়ে সৌমিত্র খাঁ বলেন, “সব চোরগুলো মিলে এখানকার পঞ্চায়েত গঠন করেছে। বিনা ভোটে জিতেছে ওরা। লোকসভা ভোটে মানুষ জবাব দেবে ওদের। থানার ওসি এখানে পঞ্চায়েত ভোট হতে দেয়নি। আমাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। তবে আমি আশাবাদী পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোট হবে না। মানুষের ভোটের অধিকার দিতে হবে। মানুষের রায় আমাদের পক্ষে গেলে আমরা পঞ্চায়েতে বসতে দেব না।”

Advertisement

[আরও পড়ুন: প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন, তমলুকে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ?]

লোকসভার নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে দামামা বেজে গিয়েছে। বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর বেঁধে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। প্রথম দফায় বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বিষ্ণুপুর লোকসভায় ফের টিকিট পেয়েছেন বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। টিকিট পেয়েই আসরে নেমে পড়েছেন সৌমিত্র। আর প্রচারে নেমেই বির্তকিত মন্তব্যের ঝড় তুললেন তিনি। এর আগেও বহুবার বির্তকে জড়িয়েছেন সৌমিত্র। কোনও সময় দলের বিরুদ্ধে মুখ খুলে। আবার কখনও বিরোধী দল তৃণমূলের নেতাদের আক্রমণ করে। লোকসভা ভোটে টিকিট পেয়ে আবারও বির্তকে জড়ালেন তিনি।

[আরও পড়ুন: DVC-তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, দেহ আটকে রেখে ২০ ঘণ্টা ধরে বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement