অরিজিৎ গুপ্ত, হাওড়া: দিনকয়েক ধরেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। অরূপ রায়ের সঙ্গে তাঁর সংঘাতও নতুন কিছুই নয়। তৃণমূলের অন্দরমহল ছাপিয়ে তা জানা রয়েছে সকলের। এই পরিস্থিতিতেই বিস্ফোরক দাবি করে বসলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি, অরূপ রায় কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেকোনও একজন খুব শীঘ্রই যোগ দেবেন বিজেপিতে।
হাওড়ার এক দলীয় অনুষ্ঠানে যোগদানের পর সৌমিত্র খাঁ (Soumitra Khan) দাবি করেন, অরূপ রায় বেশ কয়েকদিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল। তবে আচমকাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়। দু’পক্ষের সংঘাত থাকার ফলে অরূপ রায় কিছুটা পিছিয়ে এসেছেন। তবে অরূপ রায় কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে কেউ একজন খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগ দেবেন বলেও দাবি করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ। হাওড়ার ৭-৮ জন বিধায়ক বিজেপিতে যোগদানের জন্য কথাবার্তা বলছেন বলেও দাবি তাঁর। কাদের আদৌ বিজেপিতে নেওয়া হবে, তা নিয়ে গেরুয়া শিবিরের মধ্যে আলোচনা চলছে বলেও জানান সৌমিত্র। তবে কী আসন্ন অমিত শাহের সফরেই আবারও দলবদল কর্মসূচি হবে, সে বিষয়ে যদিও নিশ্চিতভাবে কিছুই জানাননি সৌমিত্র।
শিয়রে বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগে দল ভাঙনের খেলায় সরগরম বঙ্গ রাজনীতি। সদ্যই জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অধিকারী পরিবারের সন্তান শুভেন্দু (Suvendu Adhikari)। এছাড়াও আরও অনেকেই মেদিনীপুরের অমিত শাহের সভায় দলবদল করেছেন। তারই মাঝে বাড়ছে বেসুরোদের ভিড়। তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেক নেতা-মন্ত্রীই। সেই তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর মানভঞ্জনে বারবার বৈঠকও করা হয়েছে। যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে ঘাসফুল শিবিরে। এই পরিস্থিতিতে সৌমিত্র খাঁর মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নয়া জল্পনা। যদিও অরূপ রায় কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.