Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

বাবাকে গুলি করে খুনের ছক ছেলের! বহরমপুরে গুরুতর আহত ব্যক্তি

প্রশ্ন উঠছে, অভিযুক্ত যুবক ও তাঁর বন্ধুদের হাতে কীভাবে বন্দুক এল কী করে।

Son's plan to kill father in Murshidabad

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:March 17, 2024 2:22 pm
  • Updated:March 17, 2024 2:22 pm  

কল্যাণ চন্দ্র, বহরমপুর: বহরমপুরে (Berhampore) নিজের বাড়িতেই ছেলের বন্ধুদের হাতে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি! এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদে।  আহত ব্যক্তির নাম সুশান্তকুমার মণ্ডল। অভিযোগ, পরিবারের ঝামেলার জেরে ছোট ছেলে সৌমেন মণ্ডল তাঁর বাবাকে গুলি করে হত্যার ছক কষেছিলেন। গুরুতর আহত সুশান্তবাবুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ((Murshidabad Medical College & Hospital) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, মণ্ডল পরিবারের ছোট সন্তান সৌমেন কোনও কাজ করেন না। সারাদিন বাড়িতেই বন্ধুদের সঙ্গে দিন কাটান বলে অভিযোগ। তা নিয়ে বাড়িতে সব সময় ঝামেলা লেগে থাকত। আহত ব্যক্তির অভিযোগ, ছেলে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে তাঁকে খুন করার পরিকল্পনা করেছে। ছেলের বন্ধুরা গুলি চালালে সুশান্তবাবুর বুকের উপরে লাগে। পরিবারের লোকেরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: মায়ের চোখের সামনেই গঙ্গায় তলিয়ে গেলেন যুবক, চাঞ্চল্য কাটোয়ায়]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বহরমপুর থানার পুলিশ (Berhampore Thana)। অভিযুক্তদের ধরতে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, অভিযুক্ত যুবক ও তাঁর বন্ধুদের হাতে কীভাবে বন্দুক এল কী করে। তাহলে কী খোলা বাজারে পাওয়া যাচ্ছে বন্দুক, গুলি? 

[আরও পড়ুন: এ সপ্তাহেও দুর্যোগের কালো মেঘ! বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলবে দমকা হাওয়া-কালবৈশাখীও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement