Advertisement
Advertisement
Son of winning candidate allegedly killed in Murshidabad

তৃণমূলে যোগ দেওয়ার পরই কংগ্রেসের বিজয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে ‘খুন’, রণক্ষেত্র খড়গ্রাম

কে বা কারা খুন করল, তা এখনও স্পষ্ট নয়।

Son of winning candidate allegedly killed in Murshidabad's Khargram । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 9, 2023 7:25 pm
  • Updated:August 9, 2023 7:53 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জয় মহিলা। তারপরই দলবদল। তৃণমূলে যোগ দেওয়ার পরই বিজয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের খড়গ্রামের রুহিগ্রামে জোর চাঞ্চল্য। কে বা কারা খুন করল, তা এখনও স্পষ্ট নয়।

মৃতের নাম হুমায়ুন কবীর। মঙ্গলবার চায়ের দোকানে বসেছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জখম হন ওই যুবকের আত্মীয় মাসুদ খামারুও। দু’জনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা হুমায়ুনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: প্রতিবেশীকে বাবা সাজিয়ে জাতি শংসাপত্র! ভোটে জেতার পরও শেষরক্ষা হল না বিজেপি প্রার্থীর]

মৃতের মা সানোয়ারা বেওয়া কংগ্রেস থেকে ভোটে জিতেছিলেন। গত রবিবার তৃণমূলে যোগদান করেন। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়৷ তারপরেই তাঁর ছেলেকে খুন করা হয় বলে অভিযোগ। কে বা কারা এই কাজ করল, তা এখনও জানা যায়নি। খড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

[আরও পড়ুন: বিদায়ী প্রধানকে অস্ত্রের কোপ, পালটা অভিযুক্তের বাড়ি ভাঙচুর-আগুন, বাসন্তীতে ধুন্ধুমার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement