নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এবার ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ বাবা৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার নাজিরগঞ্জে৷ মঙ্গলবার সকালে ছেলে লক্ষ্মীকান্ত রায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবা গণেশ রায়কে নিজের বাড়িতেই কুপিয়ে খুন করল৷ নিজেদের বাড়ি ও সম্পত্তি নিয়ে বাবা, মা, ভাই ও বোনের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল লক্ষ্মীকান্তর৷ এদিন ঝগড়া করতে করতেই কাটারি দিয়ে বাবা সহ মা তিলক, ভাই শ্রীকান্ত, ভাগ্নে রঞ্জিত মণ্ডলকে এলোপাথারি কোপাতে থাকে৷ এর পর সাঁকরাইল থানার পুলিশ লক্ষ্মীকান্তকে গ্রেফতার করে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.