দেবব্রত মণ্ডল, ক্যানিং: স্ত্রী ও দুই সন্তান আছে। তারপরও ওই আরেক মহিলাকে বিয়ে করেছিল যুবক। ছেলের এই বিয়ে মানতে পারেননি বৃদ্ধ বাবা-মা। ছেলের সঙ্গে ওই বৃদ্ধের বিবাদ হয়। সেসময় বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল গুণধর ছেলে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে। আক্রান্ত ব্যক্তির নাম নূর মহম্মদ লস্কর।
জানা গিয়েছে, বৃদ্ধ নূর মহম্মদ লস্করের ছেলে রবিউল লস্কর। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। রবিউল কর্মসূত্রে আন্দামানে থাকেন। এদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতের গোবরামারী গ্রামে বাবা-মায়ের সঙ্গেই তাঁর স্ত্রী ও সন্তানরা থাকেন। দিন কয়েক আগে জানা যায়, আন্দামানে থাকাকালীন ওই ব্যক্তি আরও একটি বিবাহ করেছেন। তাই নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটিও হয়।
এর মধ্যেই আন্দামান থেকে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ক্যানিংয়ের বাড়িতে ফিরে আসেন ওই ব্যক্তি। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে বাড়িতে তীব্র বিবাদ শুরু হয়। বউমাকে মেনে নিতে চাননি নূর মহম্মদ লস্কর। তাঁর সঙ্গে রবিউল লস্করের তীব্র বিবাদ হয় শুক্রবার রাতে। কথা কাটাকাটির সময় বাবাকে আক্রমণ করেন ছেলে। লোহার রড দিয়ে বাবাকে মারা হয়। ধারালো দা দিয়ে মারা হয় একের পর এক কোপ। রক্তাক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ভর্তি রয়েছেন।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রবিউল লস্করের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বাড়ির লোকের অভিযোগ, এর আগেও ছেলে বাড়িতে মারধরের ঘটনা ঘটিয়েছে। ছেলের নামে আগেও থানায় অভিযোগ করেছিলেন বৃদ্ধ বাবা-মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.