Advertisement
Advertisement

বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ ছেলের, ঝাড়গ্রামের ঘটনায় সমালোচনার ঝড়

গর্ভের লজ্জা!

Son beaten his mother bruttaly in Jhargram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 6:08 pm
  • Updated:July 8, 2018 6:08 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ছেলে নিজের মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তার মা আর্ত চিৎকার করছেন। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবছর ধরে এভাবেই মাকে মারধর করে মদ্যপ ছেলে ও বউ। সোশ্যাল মিডিয়ায় ছেলের কুকীর্তির ভিডিও ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড়৷

[পাড়ুই গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার পাঁচ, এখনও অধরা মূল অভিযুক্ত]

ঘটনা ঝাড়গ্রাম শহরের তিন নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার। অভিযুক্ত গণেশ পাত্র ও তার স্ত্রী গীতার দুই ছেলে, মেয়ে নিয়ে সংসার৷ সেখানেই থাকেন প্রায় পঁয়ষট্টি বছর বয়সী কুন্টি পাত্র। গণেশ তেমন কোন কাজ করে না। তার স্ত্রী বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। গণেশের বৃদ্ধা মা কেটারিংয়ে জোগাড়ের কাজ করেন। গণেশ ও তার স্ত্রীর নির্মম অত্যাচারের খবর পৌঁছয় পুলিশের কাছে৷ শুধু মাকে মারধরই নয়, প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের পালটা মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে অভিযোগ৷

Advertisement

[যাত্রী সেজে গাড়ি লুটের চেষ্টা, বর্ধমান যাওয়ার পথে চালককে খুন ৪ দুষ্কৃতীর]

শনিবার দুপুরের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কুন্টি দেবীকে মারধরের ভিডিও ভাইরাল হয়ে যায়৷ চারিদিকে হইচই শুরু হয়। রাতেই পুলিশ ঘটনার তদন্ত করতে শক্তিনগর গ্রামে গিয়ে পৌঁছয়। শুরু হয় প্রতিবেশীদের জেরা৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে গণেশের খোঁজখবর নেয় পুলিশ৷ কিন্তু পুলিশ আসার আগেই স্ত্রী ও সন্তানদের নিয়ে অভিযুক্ত গণেশ পাত্র বাড়ি ছেড়ে চলে যায়৷ ওই বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন গণেশের মা৷ অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement