Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেও, সাতসকালে জোড়া মৃত্যু জলপাইগুড়িতে

বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভুলের জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা, দাবি প্রতিবেশীদের।

Son and Mother died after electrified in Jalpaiguri | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 24, 2023 11:05 am
  • Updated:September 24, 2023 12:57 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ছেলের। রবিবার সকাল জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের আরও তিন সদস্য। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভুলের জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রতিবেশীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধা ননীবালা রায়। পাশের ঘরে থাকা মায়ের আর্ত চিৎকার শুনে বাঁচাতে যান ছেলে টিঙ্কু রায়। তিনিও বিদ্যৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার সময় টিঙ্কুবাবুর স্ত্রী ও ছেলেমেয়ে উপস্থিত থাকলেও অল্পের জন্য রক্ষা পান তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: মেয়ের বাড়িতে বেড়াতে আসাই যেন কাল! নাতনির চোখের সামনে ‘খুন’ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মা]

জানা গিয়েছে, গতকাল রাতে আচমকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ননীবালা রায়ের বাড়ি। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পরিষেবা স্বাভাবিক করে দিয়ে যান। তারপরে রবিবার সকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। এরপরই আদরপাড়ার বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভুলে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দাবি, বাড়ির ভিতরের ওয়্যারিংয়ের গন্ডগোলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

[আরও পড়ুন: টাকার বিনিময়ে টিকিট বিক্রি! বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে ইদ্রিশ আলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement