ধীমান রায়, কাটোয়া: লোকসভা ভোটে রাজ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই ধীরে ধীরে রাজ্যে সংগঠন চাঙা হতে শুরু করেছে। ফলে শাসকদলকে আন্দোলনের কাঁটায় বিদ্ধ করার শুধু একটু সুযোগ খুঁজে চলেছে বিজেপি। এরই মাঝে ঘটনাচক্রে নিজে ফেসবুকের ‘কাঁটা’য় বিদ্ধ হলেন কাটোয়ার বিজেপি নেতা অনিল দত্ত। রাতারাতি অনিল দত্তর নাম ফেসবুক অ্যাকাউন্টে হয়ে গেল ‘কাঁটালাগা দত্ত’। আর তাতেই লজ্জায় মুখ পুড়ল ওই বিজেপি নেতার।
বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিল দত্ত জানতে পারেন, তাঁর ফেসবুক আ্যকাউন্টের নাম বদলে গেছে নিজের অজান্তেই। এরপরই বুঝতে পারেন তাঁর অ্যাকাউন্টে থাবা বসিয়েছে ‘হ্যাকার’। অনিল দত্তের নামের জায়গায় প্রোফাইলের নামকরণ করা হয়েছে ‘কাঁটালাগা দত্ত’। তবে কবে হয়েছে এমন ‘দুর্ঘটনা’, তা জানতেও পারেননি অনিলবাবু। এরপরই ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, “কেউ আমার প্রোফাইল হ্যাক করে অনিল দত্তের জায়গায় ‘কাঁটালাগা দত্ত’ করেছে। জানি না কে এমন করেছে। যে করেছে তাকে ধিক্কার জানাই।”
অনিল দত্ত ফেসবুকে পোস্ট করেন, “কেউ আমার প্রোফাইল হ্যাক করে অনিল দত্তের জায়গায় কাঁটালাগা দত্ত করেছে। জানি না কে এমন করেছে। যে করেছে তাকে ধিক্কার জানাই।”
কাটোয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিল দত্ত বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। সংগঠনের স্বার্থেই ফেসবুক ও হোয়াটস অ্যাপ ব্যবহার করতেন তিনি। তবে প্রযুক্তির সঙ্গে ততটা সড়গড় নন। সেই কারণে এদিনের ঘটনায় বেশ অপ্রস্তুতে পড়েছেন তিনি। অনিলবাবু জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি সাইবার সেলে জানানো হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি। যদিও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনিলবাবুর প্রোফাইলে ‘কাঁটালাগা দত্ত’ নামই রয়ে গিয়েছে।
ছবি: জয়ন্ত দাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.