সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম দিনই শিয়ালদা মেন লাইনে রেল অবরোধ। ভোরের প্রথম ট্রেনের দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে (Kalyani Simanta Station) হকারদের রেল অবরোধ। সোমবার সকাল ৬টা থেকে অবরোধ শুরু করেন তাঁরা। তার ফলে আংশিক ব্যাহত হয় রেল পরিষেবা।
বিক্ষোভকারীদের দাবি, ভোর ৫টা ২ মিনিটের ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল চালু করতে হবে। লকডাউনের পর থেকে এই ট্রেন বন্ধ রয়েছে। সেই ট্রেনই ফের চালুর দাবিতে সোমবার ভোর থেকে রেল অবরোধ করেন হকাররা। তাঁদের যুক্তি, ৬টার প্রথম টেনে কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। সেই দাবিতেই সোমবার সকাল ৬টা থেকে রেল অবরোধ করেন হকারদের একাংশ। তার ফলে আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবা। হকারদের অবরোধ-বিক্ষোভ প্রসঙ্গে রেলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে টানা প্রায় ২৫ ঘণ্টা রেল অবরোধের সাক্ষী শিয়ালদহ মেন শাখা। লোকাল ট্রেন (Local trains) দাঁড় করানোর দাবিতে বিক্ষোভে শামিল হন নদিয়ার (Nadia) জালালখালি এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। দাবি, জালালখানি হল্টে আপ এবং ডাউন শাখার সমস্ত ট্রেন থামাতে হবে। দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধে শিয়ালদহ (Sealdah) মেন শাখার বহু ট্রেন আটকে পড়ে। সময়মতো গন্তব্যে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হয় যাত্রীদের। কৃষ্ণনগরগামী কিংবা সেখান থেকে শিয়ালদহের দিকে আসা যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। অন্য রুট দিয়ে দূরপাল্লার ট্রেনও চালানো হয়।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিয়ালদহ মেন লাইনে রেল অবরোধ। কল্যাণী সীমান্ত স্টেশনে অবরোধ হকারদের। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে রেল অবরোধে বিরক্ত নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য, রেল অবরোধ করার পরিবর্তে অন্যভাবে নিজেদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন হকারদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.