বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: CAA ও NRC’র প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বিভিন্নভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনেকেই। দেশজোড়া সংঘর্ষের জেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে সেসব পথে না হেঁটে অভিনব উপায়ে নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব হলেন নদিয়ার চাকদহের বাসিন্দাদের একাংশ। হাত কেটে রক্ত দিয়ে ‘নো এনআরসি, নো সিএএ’ লিখে মিছিলে হাঁটলেন তাঁরা। তাঁরা চান শান্তিপূর্ণ পথেই মিলুক সমাধান।
মঙ্গলবার নদিয়ার চাকদহের শহিদবেদি থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। চাকদহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রথতলা মোড়ে ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় সেই মিছিল। গালে জাতীয় পতাকা এঁকে, স্বাধীনতা সংগ্রামীদের ছবি বুকে নিয়ে, ‘নো এনআরসি, নো সিএএ’ লেখা পোস্টার হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন বহু মানুষ। মিছিলটি ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তির পাদদেশে পৌঁছতেই দশজন যুবক ব্লেড দিয়ে হাত কেটে রক্ত দিয়ে সাদা কাগজের উপরে লেখেন CAA ও NRC, এরপর ওই কাগজ বুঁকে আটকে হাতে হাত দিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানান তাঁরা।
তবে শুধু যুবকরাই নন, শিশু-কিশোর, এমনকি মহিলারাও পা মেলান এই মিছিলে। আন্দোলনকারী সৌমিত্র ভট্টাচার্যের কথায়, ‘অনেক স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যেন হরণ করা হচ্ছে। ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে। তাই আমরা এভাবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’ তবে সরকারি সম্পত্তি নষ্ট করে কিংবা টায়ার জ্বালিয়ে প্রতিবাদের পক্ষপাতী নন তাঁরা। বরং শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি আদায় করতে চান নদিয়ার এই যুবকেরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.