Advertisement
Advertisement
অবরোধ

অফিস পৌঁছতে সময়ে মিলল না বাস, বারাকপুরে অবরোধ ভুক্তভোগী যাত্রীদের

কলকাতাতেও বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের।

Some people blocked the road in North 24 Pargana's Barrackpore
Published by: Sayani Sen
  • Posted:June 8, 2020 12:32 pm
  • Updated:June 8, 2020 1:18 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাকপুর: আনলক ওয়ানে সোমবার থেকে খুলল বেশিরভাগ অফিস। লকডাউন পর্ব কাটিয়ে আবারও কর্মব্যস্ততায় গা ভাসাল কলকাতা-সহ গোটা রাজ্য। বাসের হর্ন, অফিস ঢোকার ব্যস্ততায় মুখর হাওড়া ব্রিজ। তবে যাত্রীদের অভিযোগ, রাস্তায় বেরিয়ে সোমবারও সমান নাকাল হতে হচ্ছে তাঁদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাস পেলেন না অনেকেই। তার ফলে ধৈর্য হারিয়ে বারাকপুরে পথ অবরোধ করেন বহু অফিসযাত্রী। 

সোমবার থেকে খুলেছে রাজ্যের বেশিরভাগ সরকারি, বেসরকারি অফিস। কাজ শুরু হয়েছে রাইটার্স বিল্ডিংয়েও। কলকাতা পুরসভাতেও একশো শতাংশ কর্মীর উপস্থিত থাকার কথা। খুলেছে বেসরকারি অফিস। কর্মমুখর তিলোত্তমায় বেড়েছে মানুষের ভিড়। তার ফলে সকাল থেকে বাসের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে প্রায় সকল অফিসযাত্রীকেই। অধিকাংশের দাবি, হাতে অতিরিক্ত সময় নিয়ে বাড়ি থেকে বেরোন তাঁরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কেউ পেয়েছেন বাস। আবার কেউ বাস দেখতেই পাননি। কারও বাসস্টপে আবার বাস আসার আগেই ভরে গিয়েছে সমস্ত আসন। তাই দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বাসে উঠতে পারেননি অনেকই। অফিসে ঢুকতে দেরি হয়ে যাওয়ার চিন্তায় সরকারি, বেসরকারি অফিসের কর্মীরা। যদিও আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যানবাহনের অভাবে দেরি করে অফিসে পৌঁছলেও হাজিরা খাতায় পড়বে না লাল কালির দাগ।

Advertisement

[আরও পড়ুন: অর্জুন সিংয়ের ব্যানার ছিঁড়ল নিরীহ সারমেয়! তা নিয়ে নৈহাটিতে বিবাদে জড়াল তৃণমূল-বিজেপি]

কলকাতার পাশাপাশি জেলার অফিসযাত্রীদের অভিযোগও একই। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাস না পাওয়ার ফলে বারাকপুরে অবরোধ করেন অফিসযাত্রীরা। প্রায় আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অবরোধ প্রত্যাহার করতে প্রথমে রাজি হননি বিক্ষোভকারীরা। পরে লাঠি উঁচিয়ে পুলিশ অবরোধকারীদের হঠিয়ে দেওয়া হয়। এদিন সকালে হাওড়া ব্রিজেও দেখা যায় অফিসযাত্রীদের ভিড়। গণপরিবহণ হিসাবে সরকারি এবং বেসরকারি বাস ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে সাইকেল চালিয়েও গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন অনেকে।  

দেখুন ভিডিও:

ভিডিও: পিন্টু প্রধান

[আরও পড়ুন: করোনার জেরে চিকিৎসকের অভাব, সংকটজনক ছাড়া রোগী ভরতি নিচ্ছে না উত্তরবঙ্গ মেডিক্যাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement