Advertisement
Advertisement
সাংবাদিক

খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক, দর্শক পুলিশ

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারাসতের পুরপ্রধান, উপ পুরপ্রধান-সহ কাউন্সিলররা।

Some journalists beaten by TMC supporters at Barasat
Published by: Sayani Sen
  • Posted:July 1, 2019 10:09 am
  • Updated:July 1, 2019 10:09 am  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ‘জয় বাংলা, জয় হিন্দ’ বলতে বলে পথচলতি মানুষকে মারধর তৃণমূলের। এই সংবাদ সংগ্রহ করতে গেলে চারজন সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। মোবাইল, ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। রবিবার গোটা ঘটনাটি ঘটে বারাসত থানার গেটের সামনেই। অথচ পুলিশ সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাতের ঘটনার সমালোচনায় সরব বিভিন্ন মহলের মানুষজন৷ 

[ আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর, আজ থেকে একাধিক রুটে বাড়ছে লোকাল ট্রেন]

রবিবার ঘটনার সূত্রপাত বিকেল থেকেই। বিজেপির একটি মিছিল থেকে হামলা চালানো হয় দুই তৃণমূল কাউন্সিলরের বাড়ি ও পার্টি অফিসে। এরপরই বারাসত থানার সামনে জমায়েত হন তৃণমূল নেতাকর্মীরা। সে সময় কয়েকটি বাইকে চেপে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে যায় কয়েকজন যুবক। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল নেতাকর্মীরা। পথচলতি মানুষকে ধরে জোর করে পালটা ‘জয় হিন্দ, জয় বাংলা’ বলানোর চেষ্টা করে তারা। না বলতেই শুরু হয় মারধর।

Advertisement

[ আরও পড়ুন: ‘প্রশান্ত কিশোরের সমকক্ষ প্রয়োজন দলেও’, বিজেপি নেতার পোস্ট ঘিরে শুরু জল্পনা]

সেই খবর শুনতে পান সাংবাদিকরা৷ সংবাদ সংগ্রহ করতে গেলে চারটি বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারাসতের পুরপ্রধান, উপ পুরপ্রধান-সহ কাউন্সিলররা। কর্মীদের আটকানোরও চেষ্টা করেননি তাঁরা। মারধরের ঘটনার সময় পুলিশও উপস্থিত ছিল৷ তা সত্ত্বেও মারধর আটকাতে পুলিশকর্মীরা কোনও উদ্যোগ নেয়নি৷ মারধরের জেরে সাংবাদিকদের মোবাইল, ক্যামেরাও ভেঙে যায়৷ আক্রান্ত সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসার পর খানিকটা সুস্থ রয়েছেন৷ মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ নেটদুনিয়ায় সমালোচনায় সরব শুভবুদ্ধিসম্পন্নরা৷ এর আগেও লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিকদের৷ বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত হানার ঘটনায় উদ্বিগ্ন ওয়াকিবহাল মহল৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement