লাদাখে নিহত সেনা জওয়ান প্রেম কুমার চৌধুরী
অর্ণব দাস, বারাকপুর: লাদাখে নিহত সেনা জওয়ানের দেহ ফিরল কাঁচরাপাড়ার বাড়িতে। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানালেন পরিবারের লোকজনেরা। গত মঙ্গলবার প্রাণ হারান তিনি। ক্যাম্পের সামগ্রী নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সেনা জওয়ানের।
মৃতের নাম প্রেম কুমার চৌধুরী। তাঁর বাড়ি কাঁচরাপাড়া সিটি বাজার এলাকায়। ২০১৫ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। বর্তমানে লাদাখে সেনা ক্যাম্পের মোটর ভিকেলস ইউনিটে কর্মরত ছিলেন প্রেম। চলতি মাসের ১১ তারিখ গাড়ি নিয়ে কারগিলে ক্যাম্পের সামগ্রী আনতে গিয়েছিলেন। গত মঙ্গলবার তিনি সেই জিনিস নিয়েই গাড়িতে ফিরছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফেরার সময় তাদের গাড়ি খাদে পরে তার মৃত্যু হয়।
এই খবর কাঁচরাপাড়ার বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নামে পরিবার এবং পরিচিতদের মধ্যে। মৃতের দাদা অনিল কুমার চৌধুরী জানান, ১১ মার্চ কার্গিলে ইউনিটের স্টোর কালেকশনের জিনিস আনতে যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। জিনিস নিয়ে লাদাখের ইউনিটে ফেরার সময় ১৯ মার্চ তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে চালকও ছিল। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানতে পেরেছি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.