Advertisement
Advertisement
পুলিশের গান

কলকাতা পুলিশের পথেই বারাকপুর কমিশনারেট, ঘরবন্দিদের মন ভাল রাখতে গাইলেন গান

জনপ্রিয় এক হিন্দি গানের প্যারোডি গেয়ে শোনালেন পুলিশ কর্তারা।

Sodepur Police sings a parody of famouse bollywood song
Published by: Sucheta Sengupta
  • Posted:April 5, 2020 2:56 pm
  • Updated:April 5, 2020 2:57 pm  

ব্রতদীপ ভট্টাচার্য: লকডাউনের সংকটকালে সম্পূর্ণ অন্য রূপ প্রকাশিত হয়েছে আইনরক্ষকদের। উর্দি পরে তাঁরা যেমন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন, তেমনই নিজেদের সুপ্ত প্রতিভাকেও প্রকাশিত করছেন। ঘরবন্দি মানুষজনের মন প্রফুল্ল রাখতে ফি দিনই পাড়ায় পাড়ায় তাঁরা সংগীত পরিবেশন করছেন। কলকাতার রাস্তায় গত তিন, চারদিন ধরেই এটা চলছে। কখনও ‘আমরা করব জয়’, কখনও আবার ‘বেলা বোস কিংবা ‘গুপি গাইন বাঘা বাইন’-এর প্যারোডি শোনা যাচ্ছে তাঁদের মুখে। নিজেরাই লিখছেন প্যারোডি গানগুলি।

এবার কলকাতার কেন্দ্র থেকে একটু দূরে, উত্তর ২৪ পরগনার সোদপুরেও গায়কের ভূমিকায় নামল পুলিশ। বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে সোদপুর থানার পুলিশ রবিবার বিকেলে সোদপুর গোদরেজ প্রকৃতি আবাসনের সামনে এসে গাইলেন এক জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি। শাহরুখ খান-রানি মুখার্জি ‘চলতে চলতে’ সিনেমার বিখ্যাত গান ‘তুম নে না জানা’ গানের সুরে করোনার সচেতনতার কথায় তৈরি হল নতুন এক সংগীত।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গ মেডিক্যালে ফের মৃত্যু এক ব্যক্তির, COVID-19 পজিটিভ বলে রিপোর্টে উল্লেখ]

খাকি উর্দি পরে, হাতে মাইক্রোফোন নিয়ে যখন এক পুলিশকর্তা গেয়ে উঠলেন – ‘দূরে দূরে থাকো/ সরে সরে থাকো/হাত ধুয়ে রাখো/ মাস্ক পরে থাকো/ অযথা আতঙ্ক ছড়িও না/ করোনা করোনা করোনা/করোনাকে বাড়তে দেব না’, তখন মনে হয়নি যে এঁরা কেউ সে অর্থে পেশাদার গায়ক নন, পেশায় পুলিশ। তাঁদের সুরে সুর মেলাতে নিজেদের ফ্ল্য়াট ছেড়ে আবাসনের নিচে নেমে আসেন অনেকে। তা দেখে পুলিশ কর্তারা অনুরোধ করেন, “সুর মেলান, তবে ঘর থেকে। ঘরের বাইরে বেরবেন না। আপনার প্রয়োজনে আমরা সদাসর্বদা নিয়োজিত।” বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্য়োগে তাঁদের এই সংগীত পরিবেশ চলবে এখন। বিনোদনের সঙ্গে সচেতনতার প্রচারে এর চেয়ে ভাল রাস্তা আর কীই বা হতে পারে? 

শুনুন গান:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement