Advertisement
Advertisement

ঘুম ভাঙতেই বিছানায় বিষধর সাপের সাক্ষাৎ! তারপর…

সাতসকালেই সর্পদর্শন!

Snake panic in Malbazar
Published by: Kumaresh Halder
  • Posted:August 5, 2018 4:53 pm
  • Updated:August 5, 2018 4:53 pm  

অরূপ বসাক, মালবাজার: ঘুম থেকে উঠেই বিছানায় সাপের দর্শন৷ সাতসকালে চক্ষু চড়কগাছ গৃহর্কার৷ মালবাজার মহকুমার গজলডোবা সাত নম্বর কল্যাণী এলাকার ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷

[মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশের জালে কুখ্যাত জমি মাফিয়া, থানায় তাণ্ডব অনুগামীদের]

রবিবার সকালে ঘরে মধ্যে বিছানায় ঘুমিয়ে ছিলেন গোসাই দাস সরকার৷ হঠাৎ ঘুম ভেঙে চোখ যায় পায়ের দিকে৷ দেখেন, একটি সাপ তার পায়ের কাছে৷ বাদামি লালচে সেই সাপ দেখে চমকে ওঠেন গৃহকর্তা৷ সম্বিত ফিরতেই কোনওক্রমে বিছানা থেকে ছেড়ে উঠে পড়েন তিনি৷ সাতসকালে বিছানায় সাপ দেখে চিৎকার জুড়ে দেন গৃহকর্তা৷ গোসাইবাবুর চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্যরা৷ দেখেন, সাপটি তখনও বিছানার ওপরে একটি পাটাতনের লুকিয়ে পড়েছে৷ এরপর খোঁজাখুঁজি শুরু হয়৷ পরিবারের চিৎকারের ভয়ে নিরাপদ স্থানের খোঁজে সাপটি খাটের মধ্যেই ছোটাছুটি শুরু করে৷ এতে আরও আতঙ্কিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা৷ ঘরের মধ্যেই বিষধর সাপ তাড়াতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷

Advertisement

[গণপিটুনি রুখতে গিয়ে আক্রান্ত ফালাকাটা থানার আইসি-সহ ৩]

সাপের আতঙ্কে বাড়ির মালিক বলেন, ‘‘প্রতিদিন সকালে আমার ছেলে-মেয়েরা এই খাটেই পড়াশোনা করে। কিন্তু আজ আমার চোখে পড়ে যাওয়ায় রক্ষা পেলাম।’’ এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। তিনি জানান এ ধরনের সাপ তারা আগে দেখেননি৷

[সদ্যোজাতের গর্ভে আরও একটি সন্তান, বিরল ঘটনার সাক্ষী কল্যাণী জেএনএম হাসপাতাল]

কিন্তু, কীভাবে হঠাৎ সাপের আগমন? স্থানীয়দের দাবি, রাতভর বৃষ্টির জেরে সম্ভবত নিরাপদ আশ্রয় খুঁজতেই সাপটি কোনওভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ে৷ কাউকে আক্রমণ না করেই সাপটি বিছানার উপর উঠে পড়ে৷ এরপরই গৃহকর্তার চিৎকারে ও পরিবারের সদস্যদের অতি তৎপরতায় সাপটি ভয়ে ঘরের মধ্যেই তাণ্ডব শুরু করে৷ পরে, পালানোর পথ খুঁজে না পেয়ে খাটের পাশের একটি পাটাতনের নিচে আশ্রয় নেয় সাপটি৷ পরে বনকর্মীদের খবর দেওয়া হলে উদ্ধার হয়৷ দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধির জেরে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয়৷ বর্ষা সাপের প্রজননের সময়৷ ফলে, উপদ্রব বাড়ছে সাপের৷

[ইস্কনের সন্ন্যাসীর বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগ, তুলকালাম শিলিগুড়িতে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement