Advertisement
Advertisement

Breaking News

স্কুলে মিড-ডে মিলের রান্নাঘরে জোড়া গোখরো! দেখুন হাড়হিম করা ভিডিও

মালবাজারে তীব্র আতঙ্ক।

Snake in Jalpaiguri school
Published by: Sucheta Sengupta
  • Posted:January 3, 2019 4:59 pm
  • Updated:January 3, 2019 7:27 pm  

অরূপ বসাক, মালবাজার: মিড ডে মিল তৈরির জন্য সবে রান্নাঘরে ঢুকেছিলেন রাঁধুনি। আর ঢুকতেই তীব্র আতঙ্ক। দুটি বিষধর গোখরো ফণা উঁচিয়ে। জলপাইগুড়ির মালবাজারের ধুমসিগাড়া প্রাথমিক স্কুলের ঘটনায় ভয়ে জড়োসড়ো ছোট পড়ুয়া থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী সকলেই। মিড-ডে মিলের ঘর থেকে নালা, অবাধে ঘুরে বেড়িয়ে আতঙ্ক আরও ছড়াল গোখরোদ্বয়। শীতঘুম থেকে উঠে আসা সাপ দুটির কীর্তি দেখুন।

মিড-ডে মিলের ঘর থেকে রাধুনির তৎপরতায় তারা বেরিয়ে গেলেও, আশ্রয় নেয় পাশের এক নালায়। সেখান থেকে তাদের বের করতে সর্প বিশারদদের ডাকা হয়। তাঁরাও অবশ্য বাগে আনতে পারেননি। কোনওভাবেই গোখরো দুটিকে বের করা যায়নি। এভাবেই কেটেছে বেশ কয়েক ঘণ্টা। সাপ আতঙ্কে শিকেয় পড়াশোনা, মিড-ডে মিলের রান্নাবান্না। এর আগেও এই স্কুলের বারান্দা থেকে উদ্ধার হয় গোখরো সাপ। ফের এদিনও স্কুলে সাপ ঢুকে পড়ায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে অভিভাবক মহলে। ধুমসিগাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছেলেমেয়েদের পড়তে পাঠাতেই ভয় পাচ্ছেন অনেকে। চিন্তিত স্কুল কর্তৃপক্ষও। এভাবে দুটি বিষধর সাপ স্কুলের নর্দমায় ঘাঁটি গেড়ে রইলে, স্কুল চালানো বিপদ বলে মনে করছেন প্রধান শিক্ষক। সাপ তাড়ানোর উপায় খুঁজছেন তাঁরা। বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

Advertisement

                                                                  [কোচবিহারে প্রিজন ভ্যান থেকে চম্পট দিল দুই বাংলাদেশি বন্দি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement