রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: গোয়ালঘরে সাপের বাসা। ডিম আগলে রেখেছে একটি আস্ত চন্দ্রবোড়া সাপ! সকালে গরু বের করতে গিয়ে এমনই দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন বাড়ির মালিক। ঘটনা জানাজানি হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শেষপর্যন্ত সাপকে উদ্ধার করে প্যাকেটে পুরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জলঘর অলাকায়। গ্রামবাসীদের দাবি, এলাকায় গোখরো সাপের উপদ্রব আছে। তবে চন্দ্রবোড়া সাপ সচরাচর দেখা যায় না।
[এবার সিউড়ির রেস্তরাঁতেও মিলল পচা মাংস, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি পুরসভার]
দক্ষিণ দিনাজপুরের জেলার সদর শহর বালুরঘাট। শহরের চারপাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত। এই জলঘর এলাকাটিও গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে। গ্রামে ঝোপঝাড় আর ধানজমির অভাব নেই। গ্রামবাসীদের দাবি, জলঘরে গোখরো সাপের উপদ্রব যথেষ্ট। ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে বিষধর সরীসৃপ। কিন্তু, জলঘরে একটি ব্যক্তির বাড়ি লাগোয়া গোয়ালঘর থেকে যে সাপটি উদ্ধার হয়েছে, সেটি চন্দ্রবোড়া। এই প্রজাতির সাপ সচরাচর দেখা যায় না। গত কয়েকদিন ধরে সাপটি গোয়ালঘরেই ছিল মনে করা হচ্ছে। সেখানে ডিমও পেড়েছে সরীসৃপটিও। জানা গিয়েছে, বুধবার সকালে গরু বের করার জন্য গোয়ালঘরে গিয়েছিলেন ওই ব্যক্তি। তখনই তাঁর নজরে পড়ে, গোয়ালঘরের এক কোনে চারপাশে গুটিসুটি মেরে বসে রয়েছে চন্দ্রবোড়া সাপ। রয়েছে বেশ কয়েকটি ডিমও। খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। ডিম-সহ সাপটি প্যাকেট বন্দি করে ফেলেন তাঁরা। খবর পাঠানো হয় বনদপ্তরে। সাপটি বনকর্মীদের হাতে তুলে দেন গ্রামবাসীরা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত জলঘর এলাকার বাসিন্দারা।
ছবি: রতন দে
[সেবাই ধর্ম, বিনা পরিশ্রমিকে রোজ রাতে মসজিদ পাহারা দেন হিন্দু যুবক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.