টিটুন মল্লিক, বাঁকুড়া: কলেজের প্রাণিবিদ্যার ল্যাবরেটরিতে আস্ত একটি ময়াল সাপ! আতঙ্ক ছড়াল বাঁকুড়া ক্রিশ্চান কলেজে।সাপ উদ্ধারের জন্য বনদপ্তরে খবর পাঠিয়েছিল কলেজ কর্তৃপক্ষ।কিন্তু বনকর্মীরা আসার আগেই যাঁরা সাপ ধরেন, তাঁরা ওই ময়াল সাপটিকে বস্তাবন্দি করে নিয়ে চলে যান।বাঁকুড়া ক্রিশ্চান কলেজের অধ্যক্ষ ফটিকবরণ মণ্ডল জানিয়েছেন, ‘এর আগে কখনও কলেজের ল্যাবরেটরিতে সাপ ঢোকেনি।’
[ দুষ্টুমির শাস্তি, গরম ফ্যানের মধ্যে ফেলা হল খুদে পড়ুয়াকে]
বাঁকুড়া জেলার অন্যতম নামী কলেজ বাঁকুড়া ক্রিশ্চান কলেজ। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে কলেজে পঠনপাঠন চলে।পড়ুয়ার সংখ্যাও কম নয়। শনিবার দুপুরে তখন ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলেন প্রাণীবিদ্যা বিভাগের ৫৩ জন পড়ুয়া।আচমকাই তাঁদের নজরে পড়ে, ল্যাবরেটরির ভিতরে একটি টেবিলে শুয়ে রয়েছে আস্ত একটি ময়াল সাপ! মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন পড়ুয়ারা। এদিকে ভয়ে ততক্ষণে টেবিলের তলায় লুকিয়ে পড়েছে সাপটি। বনদপ্তরে খবর পাঠায় বাঁকুড়া ক্রিশ্চান কলেজ কর্তৃপক্ষ। কিন্তু বনকর্মীরা আসার আগে সাপ ধরায় পারদর্শীরা কলেজে পৌঁছে যান। প্রায় ২০ ফুট লম্বা ময়াল সাপটি বস্তাবন্দি করে নিয়ে চলে যান। পড়ুয়ারা তো বটেই, ল্যাবরেটরিতে সাপ ঢুকে পড়ার ঘটনায় আতঙ্কিত কলেজ কর্তৃপক্ষও।বাঁকুড়া ক্রিশ্চান কলেজের অধ্যক্ষ ফটিকবরণ মণ্ডল, এমন ঘটনা কলেজে প্রথম ঘটল।এর আগে কখনও ল্যাবরেটরিতে সাপ ঢোকেনি।কিন্তু, প্রাণিবিদ্যার ল্যাবরেটরিতে সাপ এল কোথা থেকে? বাঁকুড়া ক্রিশ্চান কলেজের চারিদিকে সাল ও সেগুনের জঙ্গল। সেই জঙ্গল থেকে বিশাল ওই ময়াল সাপটি ল্যাবরেটরিতে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে।
দেখুন ভিডিও:
[ অভিনব থিম, হাওড়ায় এবার দাবার বোর্ডের আদলে পুজো মণ্ডপ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.