ছবি: প্রতীকী
শান্তনু কর, জলপাইগুড়ি: যেখানে সেখানে সাপের উৎপাতে তিনিই ভরসা। নিপুণতার সঙ্গে নিরাপদে সাপ (Snake) উদ্ধার করতে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু এবার সেই সর্প বিশেষজ্ঞই পড়লেন বিপদে। সাপ ধরতে গিয়ে বিষধর গোখরোর ছোবল (Snake Bite)খেলেন পরিবেশ কর্মী অঙ্কুর দাস। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
শনিবার বিকেলে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের সমাজ পাড়ার একটি বাড়িতে সাপ দেখা যায়। উদ্ধারের জন্য ডাক পড়েছিল সর্প বিশারদ তথা পরিবেশ কর্মী অঙ্কুর দাসের। একটি মোবাইলের খাপে আঠায় আটকে পড়েছিল গোখরো সাপটি। প্রায় প্রতিদিনের মতো এদিনও দক্ষতার সঙ্গে সাপটিকে ধরে ফেলেন। শরীরে আঠা লেগে যাওয়ায় কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল সাপটি। ফলে উদ্ধার করতে তেমন অসুবিধা হয়নি।
প্রাথমিক চিকিৎসার পর সাপটি সুস্থ করে প্লাস্টিকের জারে ঢোকাতে গেলেই নেমে আসে বিপদ। আচমকা অঙ্কুরবাবুর আঙুলে ছোবল বসিয়ে দেয় বিষধর গোখরোটি। সেই অবস্থাতেও অবশ্য কর্তব্য থেকে পিছিয়ে আসেননি তিনি। যন্ত্রণা নিয়েও সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে হাসপাতালে ভরতি হন। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি (Jalpaiguri Superspeciality Hospital) হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে সকলে উদ্বিগ্ন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.