Advertisement
Advertisement

Breaking News

Panchayat Polls 2023

নির্বাচনের আগের দিনই বিপত্তি! ভোটকর্মীকে সাপের ছোবল, তীব্র চাঞ্চল্য পুরুলিয়ায়

হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

Snake bites a Vote worker in Purulia ahead of Panchayat Polls 2023 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 7, 2023 11:19 pm
  • Updated:July 7, 2023 11:19 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুরুলিয়ার হুড়ার জজডি প্রাথমিক বিদ্যালয়ের বুথে সুদীপ ঘোষাল নামের এক ভোটকর্মীকে সাপের ছোবল! যার জেরে ছড়াল তীব্র চাঞ্চল্য। শুক্রবার বিকেলের দিকে তিনি ওই বুথে পা রাখার পর সন্ধেয় লাগোয়া জঙ্গলের দিকে ঘোরাফেরা করছিলেন তিনি। সেই সময় তাঁর পায়ে ছোবল মারে একটি বিষধর। সঙ্গে সঙ্গে হুড়ার সেক্টর অফিসারকে খবর দেন অন্য ভোটকর্মীরা।

বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেক্টর অফিসাররা ওই বুথে এসে ওই ভোটকর্মীকে গাড়িতে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করেন। হুড়ার বিডিও তথা রিটার্নিং অফিসার ধ্রুবাঙ্কুর ঠাকুর জানান, সাপের ছোবলে একভোট কর্মী জখম হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ছিলেন ফার্স্ট পোলিং অফিসারের পদে। তাঁর জায়গায় ওই এলাকায় রিজার্ভে থাকা এক ভোটকর্মীকে পাঠানো হচ্ছে।

Advertisement

হুড়া ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুদীপ ঘোষালের বাড়ি পুরুলিয়া মফস্বলের বিলতোড়া গ্রামে। তিনি পুরুলিয়া শহরের গান্ধী হাইস্কুলের শিক্ষক। তাঁর ডান পায়ে ছোবল দিয়েছে ওই বিষধর সাপ। আপাতত অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে তাঁকে। তবে এখনও সম্পূর্ণ বিপন্মুক্ত নন তিনি।

উল্লেখ্য, বর্ষায় পঞ্চায়েত ভোট (Panchayat Election) হওয়ায় রাজ্যজুড়ে সব ভোটগ্রহণ কেন্দ্রেই ব্যালট বাক্স ও নানা নথিপত্রের সঙ্গে কার্বলিক অ্যাসিডকেও এবার জুড়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর পুরুলিয়ার (Purulia) বান্দোয়ানের মতো এলাকায় যেখানে চন্দ্রবোড়া, কালাচ, রক পাইথনের দাপট রয়েছে, সেখানে কার্বলিক অ্যাসিড ছাড়া বুথে প্রবেশ করাই যেন আতঙ্কের। আর সেই আতঙ্ককেই সত্যি করে ভোটের আগের দিন সাপের ছোবল খেলেন ভোটকর্মী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement