শুভঙ্কর বসু: সপ্তাহের শেষে যান্ত্রিক গোলযোগের মাশুল দিতে হল শিয়ালদহ-বনগাঁ শাখার রেলযাত্রীদের। প্রায় দেড় ঘণ্টা ধরে বিভিন্ন স্টেশনে আটকে রইল একাধিক ট্রেন। নাজেহাল হতে হল সাধারণ মানুষকে। গরমে, ভিড়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দেরিতে চলে বনগাঁ শাখার বিভিন্ন ট্রেন।
[শ্রীরামপুরে চলন্ত ট্রেনে স্টান্ট! আতঙ্কিত মহিলা যাত্রীরা]
ঘটনার সূত্রপাত হয় সকাল ৮.৫৫ মিনিট নাগাদ। তখনই দত্তপুকুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন বনগাঁ লোকাল। অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার পর জানা যায়। বারাসত পয়েন্টে গোলযোগ ধরা পড়েছে। তাই ট্রেন আর এগোতে পারছে না। আচমকা বিভ্রাটে বনগাঁর পরেই এসে দাঁড়িয়ে পড়ে হাবড়া লোকাল। এভাবেই ডাউন লাইনে পরপর সাতটি ট্রেন আটকে পড়ে। একই হাল হয় আপ লাইনে। সেখানেও দত্তপুকুর, বারাসত লোকাল দাঁড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পয়েন্টের সমস্যা ঠিক হয়। কিন্তু এতগুলি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় বেজায় সমস্যার সম্মুখীন হন নিত্যযাত্রীরা। শনিবার হলেও অনেকেই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন। কেউ যাচ্ছিলেনে পাওনা টাকা আদায় করতে, কারও আবার ডাক্তারের কাছে সময় নেওয়া ছিল। প্রত্যেকেই ক্ষোভ প্রকাশ করেন। গরমে ভিড়ে দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন বলেও খবর।
[ভিক্ষুকের বাড়িতে বিদ্যুতের বিল লক্ষাধিক টাকা, হয়রানির শিকার ‘ভিখারি গ্রাম’]
প্রসঙ্গত, গতকালই ভুল ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল শিয়াদহের মেন শাখা। টিটাগড় স্টেশনে ঘোষণা করা হয়, ২ নম্বর প্ল্যাটফর্মে ডাউন শান্তিপুর লোকাল আসছে। হুড়োহুড়ি করে যাত্রীরা ২ নম্বর প্ল্যাটফর্মে আসার পর একটি থ্রু ট্রেন বেরিয়ে যায়। এরপরই যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কেন এমন ঘোষণা করা হল? এই প্রশ্ন তুলে লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রায় ২১টি ট্রেন থমকে যায়। অনেক যাত্রী ভোগান্তির শিকার হন। বারবার এমন ঘটনায় রেলের পরিকাঠামো প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
[জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক, সন্দেহে পরিবারকে তালাবন্দি করল শ্বশুর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.