Advertisement
Advertisement

Breaking News

Smart card

একদিনে ১০ হাজার বাড়িতে স্মার্ট কার্ড, নয়া পরিষেবা রাজ্যে

নয়া লাইসেন্স ও ব্লু বুক হচ্ছে কিউআরকোড যুক্ত।

Smart card in 10 thousand homes in a day, new service in the state। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 2, 2023 2:54 pm
  • Updated:June 2, 2023 2:55 pm  

স্টাফ রিপোর্টার: দিনে ১০ হাজার ড্রাইভিং লাইসেন্স ও ব্লু বুক ছাপানো যাবে। এবং ডাকযোগে তা পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। ড্রাইভিং লাইসেন্সের (Driving License) আবেদনকারীকে আর তা নিতে আঞ্চলিক পরিবহণ দপ্তরের অফিসে আসতে হবে না। কাগুজে যুগের অবসান ঘটিয়ে স্মার্ট কার্ড ফিরে এল ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনের ব্লু বুকের ক্ষেত্রে। বৃহস্পতিবার বেলতলায় পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্টের অফিসে এই পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

নয়া লাইসেন্স ও ব্লু বুক হচ্ছে কিউআরকোড যুক্ত। তাতে থাকছে চিপ এবং রাজ্য সরকারের ওয়াটার মার্কও। দেশের যে কোনও প্রান্তে এই কার্ডের বৈধতা থাকবে বলে জানানো হয়েছে। কারণ, মেট্রোর ধাঁচের একটি স্মার্ট কার্ডেই ধরা থাকবে যাবতীয় তথ্য। ফলে রাস্তায় গাড়ি ধরলে ট্রাফিক পুলিশ বা মোটর ভেহিক্যালস ইন্সপেক্টররা মোবাইলে কিউআর কোড স্ক্যান করেই জানতে পেরে যাবেন চালক এবং গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য। লাইসেন্সের ক্ষেত্রে দেখা যাবে ওই চালক অতীতে দুর্ঘটনা ঘটিয়েছেন কি না। কী কী কেস রয়েছে তাঁর নামে। আর ব্লু-বুকের ক্ষেত্রে পেয়ে যাবেন, গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ‌্য। ডিলারের নাম, পলিউশন, ফিটনেস সার্টিফিকেট, ইনসিওরেন্স ইত্যাদি ঠিক আছে কি না।

Advertisement

কোনও ব্যক্তি গাড়ি রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের পেপার প্রিন্টিং পাবেন। আর দু’দিনের মধ্যে তাঁর বাড়িতে পৌঁছে যাবে কিউআর কোড দেওয়া ল্যামিনেটেড লাইসেন্স এবং গাড়ি রেজিস্ট্রেশনের ব্লু বুক। দপ্তরের এক কর্তা জানান, আগে লাইসেন্সের সময় প্ল‌াস্টিকের কার্ড দেওয়া হত। মাঝে তা বন্ধ ছিল। এবার ফের তা চালু হবে। তবে অত‌্যাধুনিকভাবে। মন্ত্রী এদিন বলেন, ‘‘যাদের পুরনো কাগুজে লাইসেন্স রয়েছে, তাঁরাও আবেদন করে তা বদলে অত‌্যাধুনিক স্মার্ট কার্ডের লাইসেন্স ও ব্লু বুক করিয়ে নিতে পারেন।’’

[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতিতে কড়া সিপিএম, বাম আমলের অভিযুক্ত দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত]

চলতি সপ্তাহের মধ্যেই রাজ‌্যজুড়ে এই পরিষেবা চালু হয়ে যাবে। এদিন পাঁচজনের হাতে ড্রাইভিং লাইসেন্স ও ব্লু বুকের স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। যে বেসরকারি সংস্থা এই কাজ করছে, তার আধিকারিক জানান, যে মেশিন বসানো হয়েছে, বেলতলায় সেখানে একদিনে ১০ হাজার লাইসেন্স ও ব্লু বুক ছাপানো যাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, দপ্তরের প্রধান সচিব সৌমিত্রমোহন-সহ অন‌্য আধিকারিকরা। কিছুক্ষণের জন‌্য আসেন দপ্তরের প্রাক্তন সচিব বিনোদ কুমারও।

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ মহাভারতের ‘শকুনি মামা’ অভিনেতা গুফি পেন্টাল, ভরতি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement