সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: কালিম্পংয়ে হামলার মুখে প্রয়াত গোর্খা লিগ নেতা মদন তামাংয়ের ছেলে সংযোগ তামাং। হামলার ঘটনা ঘটল রাত দুপুরে। সোমবার রাত দশটা নাগাদ কালিম্পংয়ের মোটরস্ট্যান্ড এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায়। মদন তামাং হত্যার সঙ্গে কোনওভাবে এই ঘটনার যোগসূত্র রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে সতর্ক পুলিশ। যদিও মঙ্গলবার দুপুর পর্যন্ত সংযোগ তামাংয়ের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে কালিম্পংয়ের মোটরস্ট্যান্ড এলাকার একটি হোটেল থেকে রাতের খাবার খেয়ে হেঁটেই ফিরছিলেন সংযোগ। সঙ্গে ছিল তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। মোটরস্ট্যান্ড থেকে একটু নিচে নামতেই কয়েকজন মদ্যপ যুবককে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়তে দেখেন তিনি। কী হয়েছে, নিরাপত্তারক্ষীকে দেখতে পাঠালে রক্ষীর উপর চড়াও হয় ওই যুবকরা। সংযোগ এগিয়ে গেলে তাঁর উপরও হামলা চালায় বলে পুলিশকে জানিয়েছেন গোর্খা নেতার পুত্র। ওই জটলায় পাঁচজন ছিল বলে জানানো হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার ধ্রুবজ্যোতি দে বলেন, “এখনও অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার কথা শুনেছি। প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত করা হবে।”
এ বিষয়ে সংযোগ তামাং প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। তাতেই আরও সন্দেহ ঘনীভূত হয়েছে তাঁর উপর হামলার পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা। সংযোগ কী কাউকে ভয় পাচ্ছেন? এ প্রশ্নও উঠে এসেছে। যদিও সংযোগ নিজে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, “সামান্য ঘটনা। তেমন কিছু নয়।” পুলিশ তাঁর নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। এমনিতেই এখন দার্জিলিং ছেড়ে কালিম্পংয়েই থাকছেন সংযোগ। তিনিই মদন তামাং বোর্ডের ভাইস চেয়ারম্যান। বোর্ডের অফিস কালিম্পংয়েই। তাই কাজের সুবিধার জন্য এখানেই থাকতে হচ্ছে তাঁকে।
প্রসঙ্গত ২০১০ সালের মে মাসে দার্জিলিংয়ে এক জনসভায় বক্তব্য পেশের সময় আততায়ীর খুকরির আঘাতে নিহত হন তৎকালীন গোর্খা লিগ সভাপতি মদন তামাং। মোর্চা নেতা বিমল গুরুং, রোশন গিরি-সহ আরও অনেকের বিরুদ্ধে ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.