Advertisement
Advertisement

Breaking News

মাটি খুঁড়ে মিলল স্ত্রীর কঙ্কাল, ফেরার স্বামী

সন্দেহ করা হচ্ছে, স্ত্রীকে খুন করে তার বাপের বাড়ির দালানেই পুঁতে রেখে ফেরার হয়েছে স্বামী৷

skeleton found in contai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 2:31 pm
  • Updated:September 17, 2016 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির দালানে মাটি খুঁড়ে যুবতীর কঙ্কাল উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কাঁথির দরুয়ায়৷ সন্দেহ করা হচ্ছে, স্ত্রীকে খুন করে তাঁর বাপের বাড়ির দালানেই পুঁতে রেখে ফেরার হয়েছে স্বামী৷

নুরজাহান খাতুন নামে এক যুবতীর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্বামী৷ ২০১৫ সালের নভেম্বর থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ শনিবার নিখোঁজ মহিলার বাড়ির পাশে মাটি খুঁড়তে গিয়ে পচা গন্ধ পান আশেপাশের লোকজন৷ তখনই খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে মাটি খুঁড়ে উদ্ধার করে নরকঙ্কাল৷ পুলিশের সন্দেহ, নিখোঁজ মহিলাকে খুন করে তাঁর বাপের বাড়ির দালানেই পুঁতে দেওয়া হয়েছিল৷ নিজেকে নির্দোষ প্রমাণ করতেই থানায় নিখোঁজ ডায়রি করেছিলেন তিনি৷ জানা যাচ্ছে, কেরলের এক যুবকের সঙ্গে বিয়ে হয় নিখোঁজ নুরজাহানের৷ পণ নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই ছিল৷ তার জেরেই মহিলাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের৷ ঘটনার কয়েকদিন পর থেকেই বেপাত্তা ওই যুবক৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement