রাজ কুমার, আলিপুরদুয়ার: বেহাল রাস্তার বলি ৬ মাসের শিশু। বাইক থেকে মা ও সন্তান ছিটকে পড়ে নদীতে। মা কোনওরকমে নিজেকে রক্ষা করতে পারলেও শিশুটি ভেসে যায়। বুধবার রাতে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় রাতেই রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়ক। ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে সেখানে। এবার প্রাণ গেল ছোট্ট শিশুর।
জানা গিয়েছে, এদিন রাইচেঙ্গার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী, দুই সন্তানকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সাহেবপোঁতার বাসিন্দা উত্তম দাস ওরফে হাবলু। রাত তখন প্রায় সাড়ে আটটা। চরতোর্ষা ডাইভারশনে কিছুদিন ধরেই ঢালাইয়ের কাজ চলছে। আর এজন্য যানজটও হচ্ছিল। সূত্রের খবর, এদিন বাইকে উত্তম দাসের স্ত্রী-সহ দুই সন্তান ছিল। ছোট শিশুটির বয়স ৬ মাস।
জানা গেল, ডাইভারশন পার হতে গিয়ে অন্য গাড়িকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে যায় ৬ মাসের শিশুটি। ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ, দমকল কেন্দ্র ঘটনাস্থলে পৌঁছয়।পুলিশ ও দমকল কেন্দ্রের কর্মীদের ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই প্রায় কয়েকশো বাসিন্দা চরতোর্ষা ডাইভারশন এলাকায় জড়ো হন। বিক্ষোভ দেখান।
উল্লেখ্য, বুধবার সকালে এই ডাইভারশনে অবরোধ করেছিল গণসংগ্রাম কমিটি। এদিন রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সংগ্রাম কমিটির প্রতিনিধিরা। কমিটির যুগ্ম সম্পাদক তপন বর্মন বলেন, “এজন্যই এদিনই ডাইভারশনে পথ অবরোধ করা হয়। আমরা রাস্তার পরিস্থিতি নিয়ে আন্দোলনে আছি। এর মাঝেই রাতে ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.