Advertisement
Advertisement
ভাটপাড়া

অশান্তি থামা দূরঅস্ত, ভাটপাড়ায় মৃতদেহ নিয়ে মিছিল থেকে পুলিশের উপর হামলা

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, আত্মরক্ষায় পালটা কাঁদানে গ্যাস পুলিশের৷

Situation worsens in Bhatpara over BJP rally protesting workers' death
Published by: Tanujit Das
  • Posted:June 21, 2019 6:47 pm
  • Updated:June 21, 2019 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংঘর্ষে মৃত দুই বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে মিছিলকে ঘিরে নতুন করে উত্তপ্ত ভাটপাড়া৷ পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মীরা৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের সমর্থকদের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ৷ এলাকার পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে বলে সূত্রের খবর৷

[ আরও পড়ুন: জমি হাতিয়ে নিয়েছে মেয়ে, সুবিচারের দাবিতে ব্লক অফিসের সামনে ধরনা বৃদ্ধের]

Advertisement

জানা গিয়েছে, ময়নাতদন্তের পর শুক্রবারই মৃত দুই বিজেপি কর্মী, রামবাবু ও ধরমবীরের মৃতদেহ এসে পৌঁছায় তাঁদের বাড়িতে৷ কান্নায় ভেঙে পড়েন তাঁদের পরিজনরা৷ এরপরই তাঁদের মৃতদেহ নিয়ে শ্মশান পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নেয় জেলা বিজেপি নেতৃত্ব৷ বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের নেতৃত্বে কাঁকিনাড়া সংলগ্ন এলাকা থেকে সেই মিছিল শুরু হয়৷

অভিযোগ, মিছিল শুরুতেই পুলিশ অর্জুন সিং ও পবন সিংকে মিছিলে হাঁটতে বাধা দেয়৷ আধিকারিকরা জানান, মিছিলে এই দুই নেতা হাঁটলে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে৷ সূত্রের খবর, সেই ঘটনাকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ পুলিশ ও ব়্যাফকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন বিজেপি সমর্থকরা৷ কার্যত দিশেহারা হয়ে পালাতে দেখা যায় তাঁদের৷ পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ৷ এসবের মধ্যেই রামবাবু ও ধরমবীরের মৃতদেহ নিয়ে শ্মশান পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অর্জুন সিং৷ পুলিশের গাফিলতিতেই এত বড় ঘটনা ঘটেছে বলে অভিযোগ বারাকপুরের বিজেপি বিধায়কের৷

[ আরও পড়ুন: লোকসভায় হতাশাজনক ফলের জের, জ্যোতিপ্রিয়র ডানা ছাঁটল তৃণমূল নেতৃত্ব ]

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কার্যত মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে ভাটপাড়ায়। সঙ্গে চলেছে গুলিও। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দুই৷ আহত কমপক্ষে ৫জন৷ এই ঘটনার রেশ চলছে শুক্রবারও৷ এদিন সকাল থেকেই থমথমে ছিল গোটা এলাকা। ইতিমধ্যে ভাটপাড়া ও লাগোয়া এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও ব়্যাফ। কিন্তু এই অবস্থার মধ্যেও বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়ার কাঁকিনাড়া বাজারে। পুলিশের বিরুদ্ধেই এই সমস্ত ঘটনার দায় চাপিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ অশান্ত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের৷ স্থানীয়দের আশঙ্কা, এই পরিস্থিতি সহজে শান্ত হওয়ার নয়৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement