Advertisement
Advertisement

Breaking News

Raju Jha Murder case

রাজু ঝা খুনে লতিফের ভূমিকা কী? জানতে গরু পাচারে অভিযুক্তকে এবার তলব করল SIT

শক্তিগড় শুটআউটে ধানবাদের 'গ্যাংস অফ ওয়াসেপুর' যোগ!

SIT Summons Abdul Latif in Raju Jha Murder case | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 12, 2023 11:12 am
  • Updated:April 12, 2023 11:12 am  

সৌরভ মাজি, বর্ধমান: রাজু ঝা খুনে আবদুল লতিফের (Abdul Latif) ভূমিকা কী? জানতে এবার কয়লা ও গরু পাচারে অভিযুক্ত লতিফকে সমন পাঠাল সিট। খুনের সময় লতিফের গাড়িতেই ছিলেন রাজু। শুট আউটের পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন লতিফ, এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের। উল্লেখ্য, ইতিপূর্বে অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই-ইডি হাজিরা এড়িয়েছিলেন লতিফ। আপাতত ফেরার তিনি। তাই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছে সমন। জেলা পুলিশের সিটের ডাকে কি সাড়া দেবেন গরু-কয়লা মাফিয়া? সেটাই এখন দেখার।

শক্তিগড় শুটআউটে শুধু লতিফ নন, সমন পাঠানো হয়েছে দুর্গাপুরের বাসিন্দা লোকেশ সিং, রীতেশ সিং, সায়ন-সহ উত্তরপ্রদেশের তিনজন, ঝাড়খণ্ডের ২ জন কয়লা মাফিয়াকেও। তদন্তের ভাল ‘লিড’ পেতে গ্যাংস্টার, মাফিয়াদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিট। পুলিশের এক আধিকারিক জানান, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৬০ সিআরপিসি-তে সমন পাঠানো হচ্ছে। রাজু ঝা খুনে ভিন রাজ্যের মাফিয়া গ্যাংয়ের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। ভিন রাজ্য়ের জেলে বসে পুরো বিষয়টিতে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দাবি পুলিশের। উঠে আসছে প্রিন্স খানের নাম। যোগ মিলছে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর!

Advertisement

[আরও পড়ুন: গোটা সপ্তাহ তীব্র গরমে পুড়বে কলকাতা-সহ ৭ জেলা, কবে বদলাবে আবহাওয়া?]

অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ সিনেমাতে ‘কালো হিরে’-র কারবারের অন্ধকার জগৎ তুলে ধরা হয়েছিল। যা ওয়াসেপুরের কোলিয়ারি এলাকার বাস্তবের কাহিনী ছিল। এখনও যে কয়লার কালো কারবারের ধান্দা নিয়ে গ্যাংওয়ার চলে ওয়াসেপুরে। তারই একটা অংশ এই প্রিন্স খান। ধানবাদের কুখ্যাত প্রিন্স খান বনাম ফায়েম খান দ্বন্দ্ব সর্বজনবিদিত। ২০২০ সালেও এই দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী গ্যাংওয়ার উত্তপ্ত করে রেখেছিল ঝাড়খণ্ডের কোলিয়ারি বেল্টকে। ওয়াসেপুর, ঝরিয়ায় লাগাতর গ্যাংওয়ার হয়েছে। খুন, পালটা খুনের ঘটনা ঘটেছে। দুমকার বাসুকিনাথ এলাকার বাসিন্দা ছিল এই প্রিন্স খান। তাকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে রাজু খুনের ঘটনার কোনও ‘লিড’ পেতে চাইছে সিট। সূত্রের খবর, প্রিন্স খান এক সময় রাজু ঝায়ের ঘনিষ্ঠ ছিল। কোনও কারণে মতের অমিল হওয়ায় দুইজনের সম্পর্কে ইতি ঘটে। এবার রাজু ঝা হত্যাকাণ্ডের কিনারা করতে সেই প্রিন্স খানকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিট।

[আরও পড়ুন: পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে শাহ, সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের শঙ্কায় ক্ষুব্ধ তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement