Advertisement
Advertisement

Breaking News

নোবেল তদন্তে গোপনে শান্তিনিকেতনে ‘সিট’

সিট যেভাবে তদন্ত শুরু করেছে তাতে নোবেল উদ্ধারে আশার আলো দেখছে শান্তিনিকেতনবাসী৷

SIT in Shantiniketan to probe into Tagore's Nobel medal theft
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 9:05 am
  • Updated:October 2, 2016 9:05 am  

নিজস্ব সংবাদদাতা: নোবেল চুরির তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল ‘সিট’-এর প্রতিনিধিদল গোপনে ঘুরে গেল রবীন্দ্রভবন৷ শনিবার এই দলটি শান্তিনিকেতনে বিভিন্ন জায়গা প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে দেখে৷ বিচিত্রার নিচের তলায় যে ঘরটি থেকে নোবেল চুরি গিয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন তাঁরা৷ সিট যেভাবে তদন্ত শুরু করেছে তাতে নোবেল উদ্ধারে আশার আলো দেখছে শান্তিনিকেতনবাসী৷ ২০০৪ সালের ২৫ মার্চ রবীন্দ্রভবনের বিচিত্রা বাড়ির একতলার মিউজিয়াম থেকে চুরি যায় নোবেল৷ নোবেল ছাড়াও রবীন্দ্রনাথ এবং তাঁর পরিবারের ব্যবহৃত জিনিস, পুরস্কার, উপহার-সহ ৫৪টি জিনিস চুরি যায়৷ চোরেরা নাট্যঘরের পাশে লোহার ফেন্সিং কেটে এবং মিউজিয়ামের একটি জানলা ভেঙে ভিতরে ঢোকে৷ একাধিক কাচের বাক্স ভেঙে জিনিসগুলি চুরি করা হয়৷ প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে তা সিআইডি হাতে নেয় এবং সবশেষে সিবিআই তদন্ত শুরু করে৷

গত শনিবার বেলা ১.৩০টা নাগাদ তিনটি গাড়ি করে ‘সিট’-এর একটি দল আসে৷ তাঁদের আসার ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি৷ তাঁরা প্রথমে রবীন্দ্রভবনের ডিরেক্টর তপতি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷ মূলত  নোবেল চুরি যাওয়ার সময় মিউজিয়াম নিচের ঘরে ছিল৷ সেই ঘরটি দীর্ঘদিন পড়ে থাকার পর বর্তমানে সেখানে গীতাঞ্জলির উপর বিশ্বভারতী একটি মিউজিয়াম করছে৷  সিট-এর দল পুরো ঘর ঘুরে দেখে৷ পরে বাইরে এসে কোন পথে চোর ঢুকেছিল তা দেখে এবং ছবি তোলে৷ সিট-এর দলে কারা ছিলেন সেই বিষয়ে কিছু জানা না গেলেও, পুলিশ সূত্রে জানা গিয়েছে শান্তিনিকেতনে অতি গোপনে সিট-এর একটি দল তদন্ত করছে৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement