রমণী বিশ্বাস,তেহট্ট: সংসার সামলে ভোটের ময়দানে দুই জা। ভাগাভাগি করে সংসারের কাজ সামলে বিকেল হলেই নিজ নিজ দলের কর্মীদের সঙ্গে বেরিয়ে পড়ছেন প্রচারে। এই দৃশ্যের সাক্ষী তেহট্ট -২ নম্বর ব্লকের হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের নতিপোতা গ্রাম। এলাকার মানুষ তাকিয়ে ভোটের ফলাফলের দিকে, কোন জায়ের মাথায় উঠবে জয়ের মুকুট?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট ২ নম্বর ব্লকের হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের নতিপোতা গ্রামের ১২২ নম্বর বুথ। যে বুথে মোট ভোটার ১৪০১ জন। সেখানে প্রার্থী দুই জন। তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন বড় জা দীপালী সর্দার। আর ছোট জা ঝর্ণাকে প্রার্থী করেছে বিজেপি। তবে দুই জা তাঁদের সংসার সামলে প্রচার করছেন।
দিপালীর স্বামী লক্ষণ সর্দার অনেকদিন ধরে তৃণমূল করেন। তেমন ঝর্ণার স্বামী তাপস সর্দার বেশ কিছুদিন ধরে বিজেপি করছেন। দুই ভাই দুই দল করলেও কোনওদিন তাঁদের মধ্যে অশান্তি হয়নি। তাঁদের বক্তব্য, “আমাদের বউরা ভোটে দাঁড়ালেও সম্পর্ক একই থাকবে।” দীপালী বলেন, “আমার স্বামীর ইচ্ছায় এবার প্রথম ভোট যুদ্ধে নামা। অসুস্থ শাশুড়িকে স্নান করে খাইয়ে, নিজের আট বছরের মেয়ের সব কিছু গুছিয়ে দিয়ে প্রচারে বের হচ্ছি। আমি মানুষের সাড়া পাচ্ছি। তাই এই নির্বাচনে আমি জিতবই। তবে ভোটের ফলাফল যাই হোক, আমরা যেমন নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বদলাবে না। ভোট নিয়ে আমাদের মধ্যে কোনও রকম মনোমালিন্য হবে না।”
ঝর্ণা বলেন, “আমার স্বামী বিজেপির সমর্থক। তাই দল যখন আমাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিল আর না করতে পারিনি। তবে এই জন্য আমাদের মধ্যে কোনওরকম মনোমালিন্য তৈরি হয়নি। আমি মনোনয়ন দিতে যাওয়ার সময় বাড়ির বড়দের আশীর্বাদ নিয়েছি। আমার আশা আমি জিতব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.