ধীমান রায়, কাটোয়া: গভীর রাতে তখন সকলে লেপমুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ বিকট জোরে বাজতে শুরু করল ব্যাংকের সাইরেন। তীব্র আওয়াজে ঘুম ভাঙলেও ঘর থেকে বের হওয়ার সাহস দেখাননি কেউই। কারণ, তাঁরা ধরেই নিয়েছিলেন যে, ডাকাতি হচ্ছে। কেউ বিছানা ছেড়ে জানলা থেকে কোনওক্রমে দেখে নেন যে ব্যাংকের সামনে লোক। এরপর ডাকাতিই হচ্ছে তা নিশ্চিত ধরে ফের জানালা বন্ধ শুয়ে পড়েন। শনিবার গভীর রাতে এমনই ঘটনা ঘটল পুর্ব বর্ধমানের ভাতার থানার বলগোনা বাজার এলাকায়।
জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে সাইরেন বাজতে শুরু করতেই হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। সংযোগ কেটে থামানো হয় সাইরেনটি। বলগোনা বাজারে একটি ভাড়াবাড়ির দোতলায় রয়েছে ওই রাস্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কয়েকজন সিভিক ভলেন্টিয়র ঘোরাফেরা করছিলেন বলগোনা বাজারে। রাত তখন ১টা ৪০। হঠাৎই সিভিক ভলেন্টিয়ররা হঠাৎ শুনতে পান ব্যাংকের সাইরেন। সঙ্গে সঙ্গে তাঁরা ভাতার থানার ওসিকে ফোন করেন। ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে তড়িঘড়ি পৌছে যান বলগোনায়।
পুলিশ প্রথমেই ব্যাংকের চারপাশ ঘিরে ফেলেন। কিছুক্ষণ যেতেই পুলিশ কর্মীরা বুঝতে পারেন ডাকাতি নয়, এরপরই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ভাতার থানার এস আই বলেন, ‘ আমরা যখন বুঝতে পারি যান্ত্রিক
গোলযোগের কারণে সাইরেন বাজছে, তখন আমরা ব্যাংক ম্যানেজার ও ব্যাংকের ক্যাশিয়ারকে ফোন করে আসতে বলি। কিন্তু তাঁরা আসতে চাননি। শেষে তাঁদের জানিয়ে দমকলবাহিনী সাইরেনের সংযোগ কেটে দেয়।” জানা গিয়েছে, ব্যাংকের সাইরেনের মধ্যে দুটি মাইক ছিল। বাইরের মাইক যেটি খুব জোরে বাজছিল সেটি দমকলবাহিনী সংযোগ কেটে দেওয়ার পরও ভিতরের একটি ছোট মাইক বেজেই চলছিল। প্রায় সাড়ে তিনটে নাগাদ ব্যাংকের গেটের তালা খুলে দিয়ে ভিতরের মাইকটি প্রায় আড়াই ঘণ্টা পর বন্ধ করা হয়। তবে প্রায় আড়াই ঘণ্টা নাস্তানাবুদ হতে হয় পুলিশ, দমকল কর্মী থেকে শুরু করে স্থানীয়দের।
ছবি: জয়ন্ত সাহা
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.