Advertisement
Advertisement

অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ঢুকছে সিঙ্গুর আন্দোলন

ইতিমধ্যেই স্কুলশিক্ষা পাঠ্যক্রম কমিটি পাঠ্যবস্তুর খসড়া তৈরি করে ফেলেছে।

Singur Movement To Include In Class Eight Syllabus
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 6, 2016 12:17 pm
  • Updated:July 25, 2022 12:50 pm  

শ্রীষিতা ঘোষ: দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের জমিরক্ষার লড়াইয়ের ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলপাঠ্যে আসছে সিঙ্গুর আন্দোলন৷ অষ্টম শ্রেণির সিলেবাসে অন্তর্ভুক্তির ভাবনাচিন্তা চলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বুধবার এ বিষয়ে আলোচনা করতে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়৷ ছিলেন স্কুলশিক্ষা দফতর, স্কুলশিক্ষা পাঠ্যক্রম কমিটি, মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা৷ মন্ত্রী বলেন, “আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির ইতিহাসের সিলেবাসে সিঙ্গুর আন্দোলন অন্তর্ভুক্তির কথা ভাবছি৷ ইতিমধ্যেই স্কুলশিক্ষা পাঠ্যক্রম কমিটি পাঠ্যবস্তুর খসড়া তৈরি করে ফেলেছে৷ দ্রুত তা স্কুলশিক্ষা দফতরে জমা পড়বে৷”
দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানাচ্ছেন, সিঙ্গুরের কৃষকদের এই ঐতিহাসিক জয়ের পরই তা পাঠ্য বইয়ে তুলে ধরার জন্য সিলেবাস কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছিল স্কুলশিক্ষা দফতর৷ সিঙ্গুরের এই টানা দশ বছরের জমিরক্ষার লড়াই সিলেবাসে আনা যায় কি না তা খতিয়ে দেখে কমিটি৷ তার পরই তা সিলেবাসে নিয়ে আসার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ ইংরেজ আমল থেকে রাজ্য তথা দেশে যেসমস্ত ভূমি আন্দোলন রয়েছে, সেগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই সিঙ্গুর আন্দোলনকে স্কুলপাঠ্যে নিয়ে আসা হচ্ছে৷
প্রাথমিকভাবে স্হির হয়েছিল এটি নবম-দশমের সিলেবাসে আনা হবে৷ কিন্তু সবদিক বিবেচনা করে তা আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়৷
শ্রমিক দিবস, কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ-সহ বিভিন্ন অধিকার রক্ষার আন্দোলনগুলি ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে৷ স্কুলপাঠ্যের ইতিহাসে সেগুলির উল্লেখ রয়েছে৷ ঠিক তেমনই সিঙ্গুর আন্দোলনকেও পাঠ্য বইয়ের পাতায় তুলে ধরা হলে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতেই কৃষকদের ধারাবাহিক আন্দোলনের জয় হিসাবে এটিকে দেখা হচ্ছে৷ সারা দেশেই জমি আন্দোলনের মাইলফলক হিসাবে তা চিহ্নিত হয়েছে৷
জমি আন্দোলনের শুরু, ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর বিডিও অফিসে রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রহার ও আড়াই বছরের পায়েল বাগের জেল, মমতার ২৬ দিনের অনশন, ১৬ দিনের ধরনা ও বিজয় উৎসব-সহ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, সবটাই খসড়ায় রয়েছে বলে জানা গিয়েছে৷ ইতিহাসবিদদের একটা বড় অংশ সিঙ্গুর আন্দোলন সম্পর্কে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ সাঁওতাল বিদ্রোহ, কৃষক আন্দোলন বা মে দিবসের আন্দোলনকে সিলেবাসে ঢোকানো হলে সিঙ্গুর আন্দোলনেরও ঠাঁই পাওয়া যুক্তিযুক্ত বলে মনে করছেন ঐতিহাসিকরা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement