সুমন করাতি, হুগলি: রাতের অন্ধকারে খুন সিঙ্গুরের ব্যবসায়ী! বুধবার রাতে রাস্তার ধার থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়।
মৃতের নাম সোমনাথ মাইতি। বয়স ৩২ বছর। বাড়ি দিয়ারার মালিকপাড়ায়। হরিপুর বাজারে ফোটো স্টুডিও রয়েছে। ভিডিও এডিটিংয়ের কাজও করতেন। জানা গিয়েছে, সিঙ্গুরের মহম্মদপুরে গতকাল রাতে নিজের ফটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে সোমনাথের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর গলায় ছুরির কোপ মারে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে রাতে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গিয়ে দেখে স্কুটার ও একটি চালের বস্তা পরে রয়েছে রাস্তার ধারে। বড়া থেকে দিয়ারা যাওয়ার রাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবক বুধবার রাতে নিজের স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে খুন হয়। কী কারণে তাঁকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ। ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। মৃতের স্ত্রী সুইটির দাবি, তাঁর স্বামীর সাথে কারওর কোনও শত্রুতা ছিল না। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন, অনুমান পুলিশের। আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.