Advertisement
Advertisement

Breaking News

Nachiketa

‘কানার থেকে ঝাপসা ভাল’, দুর্নীতিতে অভিযুক্ত হলেও তৃণমূলের পাশে থাকার আরজি নচিকেতার

তিনি জানিয়ে দিলেন, তাঁর দেখা সবচেয়ে বড় কমিউনিস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

Singer Nachiketa appears in TMC rally in Durgapur | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Biswadip Dey
  • Posted:April 21, 2021 9:57 pm
  • Updated:April 22, 2021 8:08 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ভোটের ময়দানে (WB Elections 2021)  এবার নচিকেতা (Nachiketa)। বুধবার দুর্গাপুরে তৃণমূলের (TMC) হয়ে প্রচারে দেখা গেল জনপ্রিয় সংগীতশিল্পীকে। এদিন এক জনসভায় তিনি জানিয়ে দিলেন, তাঁর দেখা সবচেয়ে বড় কমিউনিস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগের উত্তরে বিজেপিকে (BJP) বিঁধে তাঁকে বলতে শোনা গেল, ‘‘কানার থেকে ঝাপসা ভাল।’’

দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদারের হয়ে এদিন প্রচারে আসেন তিন‌ি। দুর্গাপুরের (Durgapur) ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় মোড়ে এক জনসভায় মঞ্চে উঠতে দেখা যায় জীবনমুখী গানের খ্যাতিমান শিল্পীকে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ। তবু কেন তাদের হয়ে প্রচারে? এই প্রশ্নের উত্তরে তাঁর সপাট জবাব, ‘‘কানার চেয়ে ঝাপসা ভাল।’’
নচিকেতা দাবি করেন, ওঁর চোখে দেখা বড় কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘‘বাংলা ও বাঙালির সংস্কৃতি ও কৃষ্টিকে সুরক্ষা দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’’ সেই কারণেই তিনি জোড়াফুলের হয়ে ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কুম্ভমেলায় গঙ্গাস্নানে এসে করোনা আক্রান্ত নেপালের রাজা-রানি]

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে তারকাদের বিশেষ ভূমিকা নিতে দেখা গিয়েছে। একদিকে যেমন প্রধান দুই যুযুধান শিবিরেই রয়েছেন একঝাঁক তারকা প্রার্থী, পাশাপাশি প্রচারেও দেখা গিয়েছে বহু তারকাকে। সম্প্রতি মহিমা চৌধুরী, আমিশা প্যাটেলের মতো অনেক তারকাকেই দেখা গিয়েছে প্রচারের মঞ্চে। সেই তালিকায় এবার নচিকেতাও। তবে গায়ক নচিকেতার রাজনৈতিক মতাদর্শ কিংবা রাজনীতির প্রতি তাঁর বিশেষ আগ্রহ আজকের নয়। এর আগেও তাঁকে তৃণমূলের সভায় যোগ দিতে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: পাক সীমান্তে ‘গুপ্তচর’ পায়রার পা থেকে উদ্ধার গোপন সংকেত, দায়ের হল FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement